বাঞ্ছারামপুরে জুলাই শহীদদের স্থরণে দোয়া ও মৌন মিছিল অনুষ্ঠিত দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ২:৩৭ অপরাহ্ণ, জুলাই ১৯, ২০২৫ রিপন সরকার ।। ২৪ এর জুলাই-আগস্টের শহীদদের স্মরণে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে মৌন মিছিল করেছে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা ও পৌর বিএনপি। শুক্রবার বিকেলে পৌর শহরের বিএনপির কেন্দ্রীয় কার্যালয় সামনে থেকে মিছিলটি বের হয়। মৌন মিছিলটি সদর হাসপাতাল, টিএনটি রোড,উপজেলা পরিষদ চত্বর হয়ে মুসা মার্কেটে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সহসভাপতি ও বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ এতে নের্তৃত্ব দেন। পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সালে মুছার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী দল ব্রাহ্মণবাড়িয়া শাখার সহ-আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মো. মহসিন,সদস্য গোলাম মোস্তফা, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তাইবুর হাসান মাসুম, যুবদলের আহবায়ক হারুন আকাশ, বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক আবু কালাম,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রোস্তম আলী,কৃষক দলের আহবায়ক ওয়াছিউদ্দিন,স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মাহবুব হাসান,পৌর মহিলা দলের সাধারণ সম্পাদক বিউটি আক্তারসহ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। কৃষিবিদ মেহেদী হাসান পলাশ বলেন,”জুলাই -আগষ্ট গণঅভ্যুত্থান ছিল গণতান্ত্রের পূর্ণজাগরনের প্রতীক।শহীদদের আত্বত্যাগ আজও আমাদের নতুন লড়াইয়ের চেতনাকে জাগিয়ে তোলে।” দোয়া ও মৌন মিছিলে উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলাদল, কৃষক দল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। SHARES সারা বাংলা বিষয়: