সিরাজগঞ্জের এনায়েতপুর হাটে আখের রসের মেশিন বসিয়ে যানজট: ভোগান্তিতে সাধারণ মানুষ দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ২:৫৬ অপরাহ্ণ, জুলাই ১৯, ২০২৫ এইচ এম হক চৌহালী ।। সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এনায়েতপুর হাটে কসাই পট্টির (ভ্যাজাইলা মোড়) পাশে প্রতি শুক্রবার প্রধান সড়কের ওপর বসানো হয় আখের রস বিক্রির মেশিন। এসব মেশিন সড়কের একটি বড় অংশ জুড়ে বসানো হওয়ায় প্রতি শুক্রবার সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। বিশেষ করে প্রতি শুক্রবার হাটবারে যানবাহন ও মানুষের চাপ বেড়ে গেলে পরিস্থিতি হয়ে পড়ে আরও ভয়াবহ। এতে চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ পথচারী ও হাটে আগত ক্রেতা-বিক্রেতারা। স্থানীয়রা জানান, আখের রস বিক্রেতারা সড়কের দুই পাশে দখল করে দোকান বসাচ্ছেন। ফলে রিকশা, ভ্যান, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের স্বাভাবিক চলাচলে বিঘ্ন ঘটছে। অনেক সময় ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থাকতে হচ্ছে পথচারী ও যাত্রীদের। একজন ভুক্তভোগী পথচারী বলেন, “আখের রসের দোকানগুলোর কারণে রাস্তায় হাঁটা দায় হয়ে পড়েছে। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। সময়মতো গন্তব্যে পৌঁছানোও সম্ভব হচ্ছে না।” স্থানীয় এক দোকানদার অভিযোগ করে বলেন, “এই সমস্যা অনেক দিনের। বারবার বলার পরও কেউ ব্যবস্থা নিচ্ছে না। বরং প্রতিনিয়ত সমস্যা আরও বাড়ছে।” এ অবস্থায় দ্রুত সমাধানের দাবিতে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। তারা সড়ক থেকে আখের রস বিক্রির মেশিন অপসারণ ও বিকল্প স্থানে ব্যবসা পরিচালনার ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন। ভুক্তভোগীদের মতে, একমাত্র প্রশাসনের সক্রিয় উদ্যোগই পারে এই বিশৃঙ্খলা নিরসন করে হাট এলাকার স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে। SHARES সারা বাংলা বিষয়: