কেরোয়া হোসেনে আরা বেগম আদর্শ বালিকা উ’বির এসএসসি ২০২৫ সালে উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৫:২১ অপরাহ্ণ, জুলাই ২০, ২০২৫

Shakawat Hossain।।

ফরিদগঞ্জ উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান কেরোয়া হোসনে আরা বেগম আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের বিদ্যালয়ের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়। এবছর এসএসসি পরীক্ষায় উপজেলা পাশের হারে সর্বোচ্চ রেজাল্ট করার কৃতিত্ব অর্জন করে কেরোয়া হোসনার বেগম আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়। মোট ২৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ২৫ জন কৃতকার্য হয়।

২০ জুলাই রবিবার বিদ্যালয় হল রুমে প্রধান শিক্ষক দীপক কুমার রাউতের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক সাইফুল ইসলামের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি তারেক নাথ মল্লিক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের দাতা সদস্য শফিকুল ইসলাম পাটওয়ারী, ম্যানেজিং কমিটির সদস্য উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ভিপি মজিবুর রহমান দুলাল, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য তোফায়েল আহমেদ, অভিভাবক সদস্য ফারুক হোসেন, সাজেদুল ইসলাম, শাহাদাৎ হোসেন টুটুল, সিদ্দিক মিজিসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।

বিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়ালেখার প্রতি মনোনিবেশ ও উৎসাহ প্রদানে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ও উপজেলা বিএনপি’র যুগ্ন আহ্বায়ক মজিবুর রহমান দুলালের পক্ষ থেকে জিপিএ ফাইভ প্রাপ্ত শিক্ষার্থীদের কে নগদ আর্থিক পুরস্কার প্রদান করা হয়।