সামাজিক সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১:০৫ অপরাহ্ণ, জুলাই ২২, ২০২৫

নুর মোহাম্মদ খান ।।

আজ আটপাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে এবং লুনেশ্বর ইউনিয়ন পরিষদের সহযোগিতায় একটি গুরুত্বপূর্ণ সামাজিক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়। এ সেমিনারে ছাত্র-ছাত্রীদের ঝড়ে পড়া রোধ, বাল্যবিবাহ প্রতিরোধ, ইভটিজিং, নারী ও শিশুর প্রতি সহিংসতা, কিশোর গ্যাং নির্মূল, মাদক নিয়ন্ত্রণ এবং বৃক্ষরোপণ বিষয়ক নানা দিক নিয়ে আলোচনা করা হয়।সেমিনারে প্রধান অতিথি হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব রুয়েল সাংমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এক্সিলেন্ট নিলুফা ইয়াসমিন ম্যাডাম এবং আটপাড়া থানার অফিসার ইনচার্জ আশরাফুজ্জামান। এছাড়াও উপস্থিত ছিলেন লুনেশ্বর ইউনিয়নের সচিব দিলুয়ার হোসেন দিলু, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ।সেমিনারে লুনেশ্বর ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম (রফিক) সহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।সেমিনারটি ছিল শিক্ষামূলক, উদ্বুদ্ধমূলক এবং সামাজিক মূল্যবোধ জাগ্রতকারী। অংশগ্রহণকারীরা এসব সামাজিক ব্যাধির বিরুদ্ধে সচেতন হয়ে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার অঙ্গীকার করেন।