চাটখিলে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৬ ব্যবসা প্রতিষ্ঠানের অর্থদন্ড দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ২:২৭ অপরাহ্ণ, জুলাই ২২, ২০২৫ মোঃ হানিফ।। নোয়াখালী চাটখিল উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমানের নেতৃত্বে গতকাল সোমবার দুপুরে চাটখিল পৌর শহরে অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে ৬টি ব্যবসা প্রতিষ্ঠানের এক লাখ ১৯হাজার টাকা অর্থদণ্ড করা হয়। এ-সময়ে উপজেলা সেনেটারি ইন্সপেক্টর নুরুল ইসলাম সহ পুলিশের একটি টিম ও আনসার সদস্যরা আদালত কে সহযোগিতা করেন।প্রতিষ্ঠানগুলো হচ্ছে, আল আমিন সুইটস ৫০হাজার টাকা, পূর্ববানী হোটেল, ৪০হাজার টাকা, মোহাম্মদিয়া হোটেল ১৫হাজার টাকা,জিসান ফার্মেসী ১০হাজার টাকা, শাহ আলম পোল্ট্রি ২হাজার টাকা ও আলা উদ্দিন সুইটস ২হাজার টাকা। অপরিচ্ছিন্ন পরিবেশে খাবার উৎপাদন ও পরিবেশন,মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, ট্রেড লাইসেন্স সহ অন্যান্য লাইসেন্স প্রদর্শন করে না করা সহ বিভিন্ন অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ ও স্থানীয় সরকার পৌরসভা আইন ২০০৯ বিভিন্ন ধারায় এই অর্থদণ্ড প্রদান করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান বলেন,জনস্বার্থ এই অভিযান অব্যাহত থাকবে। SHARES সারা বাংলা বিষয়: