ঝিনাইগাতী উপজেলা বিএনপি নেতা বাদশা’র বহিস্কার আদেশ প্রত্যাহারের দাবিতে গণসমাবেশ অনুষ্ঠিত

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২:৩১ অপরাহ্ণ, জুলাই ২২, ২০২৫
 মোঃ মুরাদ মিয়া ।।
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক  আমিনুল ইসলাম বাদশা’র বহিষ্কার আদেশ প্রত্যাহার ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র ,কটূক্তির প্রতিবাদ ও ৩১ দফা বাস্তবায়নে এক গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ জুলাই) বিকেলে ঝিনাইগাতী ধানহাটি প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
গণসমাবেশে উপজেলার কাংশা ইউনিয়ন বিএনপির সভাপতি ও চেয়ারম্যান আতাউর রহমান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা ও ইউনিয়ন বিএনপির শীর্ষ নেতারা।
বক্তারা বলেন, “দীর্ঘদিন ধরে দল ও দেশের জন্য কাজ করে যাওয়া একজন নিবেদিতপ্রাণ নেতাকে স্থানীয় কতিপয় বিএনপির নেতাদের ষড়যন্ত্রে বহিষ্কার করা হয়েছে, যার সু বিবেচনাপূর্বক প্রত্যাহারের দাবিতে বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে জোর দাবি জানান ৷
তারা আরও বলেন, “বহিষ্কারের আদেশ দ্রুত প্রত্যাহার না করা হলে আগামী দিনে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।”সমাবেশে পাঁচ শতাধিক নেতাকর্মী ও সমর্থকগণ অংশগ্রহণ করেন এবং বহিষ্কার আদেশের বিরুদ্ধে স্লোগান দেন। সমাবেশ শান্তিপূর্ণভাবে শেষ হয়।