সিরাজগঞ্জের চৌহালীর জোতপাড়া বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪৫ হাজার টাকা জরিমানা

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৩:১১ অপরাহ্ণ, জুলাই ২৩, ২০২৫
এইচ এম হক চৌহালী ।।
সিরাজগঞ্জের চৌহালী উপজেলার জোতপাড়া বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চারটি দোকানকে মোট ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবার (১৮ জুলাই) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান এ অভিযান পরিচালনা করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত, খাদ্যে ক্ষতিকর দ্রব্যের মিশ্রণ, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, বিএসটিআই অনুমোদনবিহীন পণ্য বিপণন, মূল্য তালিকা না থাকা এবং পাটজাত মোড়কের ব্যবহার না করায় চারটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। এর মধ্যে মিস্টার হোটেলকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৩৮ ও ৫২ ধারা লঙ্ঘনের দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও, পণ্যের পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০-এর ৪ ধারা লঙ্ঘনের কারণে ১৪ ধারায় মোল্লা ট্রেডার্স, জাকির ট্রেডার্স এবং শিকদার ট্রেডার্সকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক জানান, এসব জরিমানা সতর্কতামূলকভাবে করা হয়েছে। ভবিষ্যতে তারা যদি একই ধরনের অপরাধে জড়ায়, তাহলে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তা।