ঝিনাইদহ সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল সহ ম্যাগজিন উদ্ধার দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৩:২৩ অপরাহ্ণ, জুলাই ২৩, ২০২৫ ঝিনাইদহ মহেশপুর সীমান্তে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন এবং গুলি উদ্ধার করেছে ৫৮ বিজিবি।মঙ্গলবার রাত ১১টার দিকে সামান্তা সীমান্তে মালিকবিহিন এসব উদ্ধার করা হয় ।৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান এক প্রেস নোটে জানান, গোপন তথ্যের উপর ভিত্তি করে সামান্তা বিওপির সম্মিলিত একটি বিশেষ টহল দল এ অভিযান পরিচালনা করে । তারা সেসময় সীমান্ত পিলার ৫৯/৩-এস থেকে ৩৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নিশ্চিন্তপুর গ্রামের জুলু মিয়ার পাট ক্ষেতের আইলের পাশ থেকে আমেরিকার তৈরি একটি পিস্তল ২টি ম্যাগাজিন এবং ৩ রাউন্ড গুলি (৭.০৫ কেএফ) উদ্ধার করে। তবে এ সময় কাউকে আটক বা গ্রেফতার করা যায়নি ।তিনি আরও জানান, উদ্ধারকৃত অস্ত্র, ম্যাগাজিন এবং গুলি মহেশপুর থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সৌভিক পোদ্দার ।। SHARES সারা বাংলা বিষয়: