ভাঙ্গা মালিগ্রাম বাজারে ক্রয়কৃত জমি দখল নিয়ে দু’পক্ষের সংঘর্ষ আহত-৪

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৩:৩০ অপরাহ্ণ, জুলাই ২৮, ২০২৫

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চন্দ্রা ইউনিয়নের মালিগ্রাম বাজারে ক্রয়কৃত  জমি দখল  নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত-৪
আজ রবিবার সকালে মালিগ্রাম
বাজারে কয়েকটি দোকান দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৪ জন আহত হয়েছেন। আজ শনিবার (২৭জুলাই) সকালে সাড়ে ৮টার দিকে উপজেলার চান্দ্রা ইউনিয়নের মালিগ্রাম বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় মালিগ্রামের বেলায়েত আকন ও একই গ্রামের কোহিনুর শেখের পক্ষের লোকজনের মধ্যে এ সংঘর্ষ হয়।
জানা গেছে, উত্তপ্ত পরিস্থিতির খবর পেয়ে ভাঙ্গা থানার-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছিল।
কোহিনুর শেখ বলেন, দীর্ঘদিন থেকে আমাদের দোকানের জাগা জোরপূর্বক দখল করে রেখেছেন বেলায়েত আকন। এই বিষয় বেলায়েত আকন বলেন, রহমান শেখের ছেলে নুর আলম
এবং চার বোন এক ভাইয়ের কাছ থেকে একটা জমি ক্রয় করি আজ পাঁচ বছর যাবত দখল করতেছি এবং দখলে আছি। এই জাগা জমির বিষয় একাধিক সালিশ হয়। সালিশ চলার সময় আমার উপর হামলা চালায় তারা। তাদের হামলায় আমাদের পক্ষের ১জন আহত হয়েছেন।আহত ব্যক্তি বর্তমানে ভাঙ্গা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে ।
ভাংগা থানার অফিসার ইনচার্জ মোঃ আশরাফ হোসেন জানান একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্তের সাপেক্ষে এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মোঃরিপন শেখ ।।