গাজীপুরের কোনাবাড়ী এলাকায় ছিনতাইকারীর হামলায় গুরুতর আহত, নিরাপত্তাহীনতায় ভুগছে জনসাধারণ দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৩:৫৬ অপরাহ্ণ, জুলাই ২৮, ২০২৫ গাজীপুরের কোনাবাড়ী এলাকায় ছিনতাইকারীদের হামলায় গুরুতর আহত হয়েছেন এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি। আজ রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটের দিকে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ছিনতাইকারীরা হঠাৎ পথরোধ করে ওই ব্যক্তির গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে এবং দ্রুত পালিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় আহত ব্যক্তিকে তাৎক্ষণিকভাবে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের ইমারজেন্সি বিভাগে ভর্তি করা হয়েছে। স্থানীয়দের মতে, কোনাবাড়ীসহ গাজীপুরের বিভিন্ন এলাকায় প্রতিদিনই সন্ধ্যার পর থেকে ছিনতাইয়ের ঘটনা ঘটছে। শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে প্রতিদিন ৩ থেকে ৫ জনের বেশি ছিনতাইয়ের শিকার হয়ে আহত অবস্থায় আসেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। নাগরিকদের প্রশ্ন—গাজীপুরে মানুষের জান-মালের নিরাপত্তা কবে নিশ্চিত হবে? বরাবরের মতোই হামলা, রক্তপাত আর আতঙ্কে কাটছে রাতের গাজীপুর। তবুও দৃশ্যমান কোনো ব্যবস্থা নেই। সচেতন মহল ও সাধারণ মানুষ আইন-শৃঙ্খলা বাহিনীর কার্যকর অভিযান ও টহল জোরদারের দাবি জানিয়েছেন। মো মুরশিদ।। SHARES সারা বাংলা বিষয়: