সাবেক সাংসদ ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টু আর নেই

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১২:১০ অপরাহ্ণ, জুলাই ২৯, ২০২৫
নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সাবেক দুইবারের সংসদ সদস্য ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টু পিন্টু আর নেই (ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সোমবার (২৮ জুলাই) সকালে রাজধানী ঢাকার নিকুঞ্জে নিজ বাসভবনে শারীরিক অসুস্থতার কারণে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি ।
মরহুমের ভাগ্নে প্রবালের ফেইসবুক আইডি থেকে জানা গেছে, তাঁর জানাজার নামাজের সময়সূচি । প্রথম জানাজা: মঙ্গলবার (২৯ জুলাই) সকাল ১১টায় আটপাড়ার তেলিগাতী সরকারি কলেজ মাঠে । দ্বিতীয় জানাজা: একই দিন দুপুর ২:১৫টায়, কেন্দুয়া পৌরসভার কেন্দুয়া সরকারি হাই স্কুল মাঠে । তৃতীয় জানাজা: মরহুমের নিজ গ্রাম কেন্দুয়ার বলাইশিমুল ইউনিয়নের কচন্দরা গ্রামে, বাদ আছর । এরপর পারিবারিক কবরস্থানে তাঁর বাবার কবরের পাশে সমাধিস্থ করা হবে । ইতোমধ্যে তাঁর আত্মার মাগফিরাত কামনা করে ও শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন, একাধিক সামাজিক, সাংস্কৃতিক সংগঠন থেকে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ।
মরহুমের ভাইগ্না তন্ময় ইউসুফ মুঠোফোনে জানান, মৃত্যুর  এক্সাক্ট টাইমটা আসলে জানি না । কারণ উনি (মামা) বাসায় একাই থাকতেন বলা যায় । তবে সকাল দিকে আমরা জানতে পারি । তিনি আরো বলেন, দীর্ঘদিন যাবত মামা শারীরিক নানা সমস্যায় ভুগছিলেন ।
উল্লেখ্য স্থানীয়ভাবে তিনি যথেষ্ট জনপ্রিয় ও ভালো মানুষ ছিলেন- এমন তথ্যই ওঠে এসেছে জনপদের নানা বয়সী মানুষের মুখ থেকে ।
কোহিনূর আলম।।