শেরপুরে সেনাবাহিনীর ফ্রি চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ১২:১৭ অপরাহ্ণ, জুলাই ২৯, ২০২৫ মোঃ মুরাদ মিয়া ।। শেরপুর জেলার শ্রীবরদী উপজেলায় জুলাই পুনর্জাগরণ উপলক্ষ্যে ফ্রি চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়েছে। ২৮ জুলাই সোমবার কাকিলাকুড়া উচ্চ বিদ্যালয়ে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্পেইন ও ঔষধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত চলা এই স্বাস্থ্যসেবা কার্যক্রমের আয়োজন করে ১৯ পদাতিক ডিভিশন ও ঘাটাইল এরিয়া। এই মেডিক্যাল ক্যাম্পেইনে প্রায় ১০০০ জনেরও বেশি অসহায় ও দরিদ্র মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ গ্রহণ করেন। এছাড়াও ১৫০ জন চক্ষু রোগীকে চশমা প্রদান করা হয়। চিকিৎসা সেবা প্রদান করেন সেনাবাহিনীর একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল, যার নেতৃত্বে ছিলেন লেঃ কর্নেল অসীম সেলিমুল হক, প্যাথলজিষ্ট, অধিনায়ক ৮১ ফিল্ড এ্যাম্বুলেন্স, সিএমএইচ, ময়মনসিংহ। এছাড়াও লেঃ কর্নেল অসীম সেলিমুল হক, প্যাথলজিষ্ট, অধিনায়ক ৮১ ফিল্ড এ্যাম্বুলেন্স, সিএমএইচ, ময়মনসিংহ। মেজর সৈয়দা রুকাইয়া মোর্শেদ (গাইনী বিশেষজ্ঞ) সিএমএইচ ময়মনসিংহ। মেজর শামীমা নাসরিন (চক্ষু বিশেষজ্ঞ) সিএমএইচ ময়মনসিংহ। মেজর ফরহাদ হালিম (মেডিসিন বিশেষজ্ঞ) সিএমএইচ ময়মনসিংহ। ডক্টর ফারজানা মেডিসিন বিশেষজ্ঞ (সিভিল ডাক্তার) ময়মনসিংহ সিএম এইচ। ডক্টর আসিফ মেডিসিন বিশেষজ্ঞ ( সিভিল ডাক্তার) ময়মনসিংহ সিএমএইচ। স্থানীয়রা জানান, অনুন্নত যোগাযোগ ব্যবস্থা ও অর্থনৈতিক সংকটের কারণে এ অঞ্চলের অসহায় ও দরিদ্র মানুষ বিশেষায়িত চিকিৎসা থেকে প্রায়শই বঞ্চিত থাকে। তাই এ ধরনের বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়ে সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।কাকিলাকুড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হারেছ (বিএসসি) বলেন, সেনাবাহিনীর এই মানবিক উদ্যোগকে স্থানীয় জনগণ আন্তরিকভাবে স্বাগত জানিয়েছেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তাদের মতে, অসহায় ও দরিদ্র মানুষের জন্য এ ধরনের চিকিৎসা ক্যাম্প অত্যন্ত সহায়ক ও প্রশংসনীয়। নিয়মিতভাবে এমন কার্যক্রম পরিচালনার মাধ্যমে সেনাবাহিনী এ অঞ্চলে স্বাস্থ্যসেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সেনাবাহিনী সূত্র জানায়, সেনাবাহিনীর পক্ষ থেকে ধারাবাহিকভাবে তাদের দায়িত্বপূর্ণ বিভিন্ন জেলায় প্রান্তিক জনগোষ্ঠীর কল্যাণে ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করছে। এরূপ ফ্রি মেডিকেল ক্যাম্পেইন ভবিষ্যতেও অব্যাহত থাকবে। SHARES সারা বাংলা বিষয়: