শ্যামনগরে অবৈধ দখলদার ও ভূমিদস্যু কবল থেকে মুক্তি পেতে মানববন্ধন দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ১২:২০ অপরাহ্ণ, জুলাই ২৯, ২০২৫ সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার হরিনগরে জমি সংক্রান্ত হয়রানি ও একের পর এক মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় ভূমি মালিক ও গ্রামবাসীরা। সোমবার (২৮ জুলাই) বেলা ১১টার দিকে শাওন ফিস প্রকল্পের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অভিযোগ করা হয়, নিজেকে সাবেক সচিব পরিচয় দেওয়া সাইদুর রহমান জমি ইজারায় না পাওয়ায় ব্যক্তিগত প্রতিশোধপরায়ণতায় ২৮৬ জন ভূমি মালিককে একাধিক ভুয়া মামলায় জড়িয়েছেন। এসব মামলায় চাঁদাবাজি, লুটপাটসহ বিভিন্ন অভিযোগ দেখিয়ে হয়রানি করা হচ্ছে বলে দাবি করেন বক্তারা। মানববন্ধনে অংশ নিয়ে ৭০ বছরের বৃদ্ধ আব্দুল হামিদ কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন,আমার নামে কোনো জমি নাই। তারপরও মামলায় জড়ায়া দিছে। গরিব মানুষ, ভিক্ষা কইরা জামিনের টাকা দিছি। ভূমি মালিক আব্দুল জলিল জানান,আমার ১৫ বিঘা জমি শাওন ফিসকে ইজারা দিয়েছি। এজন্য সাইদুর ক্ষেপে গিয়ে আমার নামে একের পর এক তিনটি মামলা করেছে। স্থানীয়রা জানান, প্রতিদিন সকালে ও সন্ধ্যায় ৩০-৩৫টি মোটরসাইকেলে ৭০-৮০ জন অচেনা যুবক লাঠিসোঁটা নিয়ে শাওন ফিস এলাকায় মহড়া দিচ্ছে। এতে আতঙ্কে দিন কাটাচ্ছেন সাধারণ গ্রামবাসী। মানববন্ধনে সভাপতিত্ব করেন হরিনগরের প্রবীণ ব্যক্তি শীবপদ মৃধা। বক্তব্য দেন আবুল কাশেম মোড়ল, বকুল সরদার, অনিশ মল্লিক, সিদ্দিক মোড়ল, জয়নাল আবেদিন, নুরুল হক, আজগর গাজী, মিয়ারাজ হোসেনসহ অর্ধশতাধিক ভুক্তভোগী। বক্তারা বলেন,এলাকায় সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি করে সাধারণ মানুষকে ভয় দেখানো হচ্ছে। আমরা শান্তি চাই, জমিতে চাষ করতে চাই, কোনো রাজনীতি না। মানববন্ধন শেষে ইউএনও’র মাধ্যমে প্রধান উপদেষ্টার বরাবর একটি স্মারকলিপি জমা দেন ভুক্তভোগী ভূমি মালিকরা। মোঃ আরিফুজ্জামান আরিফ ।। SHARES সারা বাংলা বিষয়: