প্রয়াত ইফতিকার উদ্দিন তালুকদারকে কেন্দুয়া প্রেসক্লাবের শ্রদ্ধাঞ্জলি দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৪:৪৭ অপরাহ্ণ, জুলাই ২৯, ২০২৫ নেত্রকোণার কেন্দুয়ার ঐতিহ্যবাহী কেন্দুয়া প্রেসক্লাবের আজীবন দাতা সদস্য ইফতিকার উদ্দিন তালুকদার (পিন্টু) এঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন কেন্দুয়া প্রেসক্লাব পরিবার । মঙ্গলবার (২৯ জুলাই) বেলা ১টা ২০ মিনিটে কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে কেন্দুয়া প্রেসক্লাব প্রাঙ্গণে এ শোক প্রকাশ ও শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে তাঁরা । এরপর তাঁর আত্মার মাগফেরাত কামনায় ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনায় জানিয়ে দোয়া প্রার্থনা করা হয় । এ সময় উপস্থিত ছিলেন, কেন্দুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হাই সেলিম, সিনিয়র সহসভাপতি মোঃ রফিকুল ইসলাম রফিক, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ কামাল, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক দিল বাহার খান, প্রচার ও প্রকাশনা সম্পাদক রাখাল বিশ্বাস, অর্থ সম্পাদক মতিউর রহমান, দপ্তর সম্পাদক কিশোর কুমার শর্মা, সাবেক সভাপতি সৈয়দ আব্দুল ওয়াহাব, সাবেক সাধারণ সম্পাদক মোঃ লিয়াকত আলী চৌধুরী কাজল, প্রতিষ্টাতা সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার, সম্মানি সদস্য আশরাফ উদ্দিন ভূঁঞা, হারেছ উদ্দিন ফকির প্রমুখ । উল্লেখ্য ইফতিকার উদ্দিন তালুকদার (পিন্টু) এঁর জন্ম কেন্দুয়ার বলাইশিমুল ইউনিয়নের কচন্দরা গ্রামে ১০ নভেম্বর ১৯৬৪ সালে এবং মোঃ আলাল উদ্দিন তালুকদার (কালা মিয়া মাস্টার) এঁর বড় সন্তান । তিনি ছিলেন, কেন্দুয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান , নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের দুইবারের সাবেক সাংসদ । গত ২৮ জুলাই ঢাকায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি । কোহিনূর আলম।। SHARES সারা বাংলা বিষয়: