ঠাকুরগাঁওয়ে নেতৃত্ব তৈরির পথে ছাত্রদল: মহিলা কলেজে সদস্য সংগ্রহ কার্যক্রম

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৪:৫২ অপরাহ্ণ, জুলাই ২৯, ২০২৫
“শিক্ষার আলোয় উদ্ভাসিত হয়ে, বিভেদ ভুলে ঐক্যের সুরে—এসো হাঁটি প্রগতির পথে”
এই স্লোগানকে ধারণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজ শাখার কমিটি গঠনের লক্ষ্যে সদস্য ফরম বিতরণ কর্মসূচি পালন করেছে।
মঙ্গলবার (তারিখ উল্লেখযোগ্য হলে দিন) কলেজ চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে ছাত্রদের মাঝে নেতৃত্ব গঠনের সুযোগ তৈরি, সংগঠনের বিস্তার এবং শিক্ষার্থীদের রাজনৈতিক সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্য তুলে ধরা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের সভাপতি মো. কায়েস, সদর উপজেলা ছাত্রদলের সভাপতি মো. সাজ্জাদ হোসেন সাজু, ঠাকুরগাঁও পৌর ছাত্রদলের আহ্বায়ক মো. রিপন ইসলাম বাবু, জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মো. হৃদয় ইসলাম, সদর উপজেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. আল-আমিন, যুগ্ম আহ্বায়ক আবু জুবায়ের রহমান আকাশ, পৌর ছাত্রদলের সদস্য মো. আবদুল্লাহ আল মামুন হৃদয়, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. দেলোয়ার হোসেন এবং সদর উপজেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মো. নোমান জাফরুল্লাহ সহ আরও অনেকে।
নেতারা বলেন, “এই কর্মসূচির মাধ্যমে শিক্ষিত, সচেতন ও সংগঠনের প্রতি দায়বদ্ধ এমন নেতৃত্ব গড়ে তোলার পথ সুগম হবে। ছাত্র রাজনীতির মাধ্যমে গণতন্ত্র ও ন্যায়ের সংগ্রামে আগামীর নেতৃত্ব তৈরি করাই আমাদের লক্ষ্য।”
মো:সোহেল রানা।।