কেন্দুয়া প্রেসক্লাব দাতা সদস্য ইফতিকার উদ্দিন তালুকদার স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৭:০৯ অপরাহ্ণ, জুলাই ৩০, ২০২৫ নেত্রকোণার ঐতিহ্যবাহী কেন্দুয়া প্রেসক্লাবের আজীবন দাতা সদস্য, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সাবেক দুইবারের সংসদ সদস্য ইফতিকার উদ্দিন তালুকদার (পিন্টু)–এর স্মরণে এক শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ জুলাই) দুপুর ২টা ৩০ মিনিটে কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাব কার্যালয়ে এ শোকসভা এবং দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় । প্রয়াত এ নেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে আলোচনা সভায় প্রেসক্লাব নেতৃবৃন্দসহ মরহুমের পরিবারের সদস্য, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা অংশ নেন । কেন্দুয়া প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হাই সেলিমের সঞ্চালনায়, সভায় বক্তারা ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টুর বর্ণাঢ্য রাজনৈতিক ও ব্যক্তিগত জীবনের স্মৃতিচারণ করেন এবং তাঁর মানবিক গুণাবলি ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড তুলে ধরেন । পরে তাঁর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয় । এ সময় উপস্থিত ছিলেন, কেন্দুয়া প্রেসক্লাবের সদস্যবৃন্দ ও স্থানীয় গণমাধ্যমকর্মীগণ । উল্লেখ্য তাঁর জন্ম কেন্দুয়ার বলাইশিমুল ইউনিয়নের কচন্দরা গ্রামে ১০ নভেম্বর ১৯৬৪ সালে এবং মোঃ আলাল উদ্দিন তালুকদার (কালা মিয়া মাস্টার) এঁর বড় সন্তান । গত ২৮ জুলাই ঢাকায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি । কোহিনূর আলম ।। SHARES সারা বাংলা বিষয়: