বানারীপাড়ায় জাতীয়তাবাদী ওলামা দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৪:১৯ অপরাহ্ণ, আগস্ট ২, ২০২৫
বরিশালের বানারীপাড়ায় জাতীয়তাবাদী ওলামা দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২ আগষ্ট, শনিবার সকাল ১০টায় বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে উপজেলা ও পৌর ওলামা দলের আহবায়ক কমিটি গঠনের লক্ষ্যে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।বরিশাল জেলা ওলামা দলের সদস্য মাওলানা আব্দুল কাইউম’র সঞ্চালনায় ও বানারীপাড়া উপজেলা বিএনপির সভাপতি মো: শাহ আলম মিঞা’র সভাপতিত্বে মতবিনিময় সভায় ভার্চুয়ালি প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও উজিরপুর উপজেলা বিএনপির সভাপতি এস সরফুদ্দিন আহমেদ সান্টু। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বরিশাল জেলা ওলামা দলের আহবায়ক প্রিন্সিপাল মাওলানা মুহাম্মদ আব্দুর রব। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বরিশাল জেলা বিএনপির সদস্য ও জেলা শিক্ষক সমিতির সভাপতি গোলাম মাহমুদ মাহবুব মাস্টার,পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান জুয়েল,সিনিয়র সহ-সভাপতি মো: আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম রিপন, জেলা ওলামা দলের সি: যুগ্ন আহবায়ক মাও: সাঈদ আহমদ,সদস্য সচিব ক্বারী এনায়েতুল্লাহ মাহমুদী,বানারীপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো:  সাইদুল ইসলাম, উপজেলা ওলামা দল নেতা মাওলানা আবু সাঈদ প্রমুখ।
ছবির ক্যাপশন : বানারীপাড়ায় উপজেলা ও পৌর ওলামা দলের মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন বরিশাল জেলা ওলামা দলের আহবায়ক প্রিন্সিপাল মাওলানা মুহাম্মদ আব্দুর রব।
মো: সাইদুল ইসলাম।।