সুন্দরগঞ্জ শিশু ধর্ষণের ঘটনায় ধর্ষক গ্রেফতার দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৪:২৪ অপরাহ্ণ, আগস্ট ২, ২০২৫ সুন্দরগঞ্জ উপজেলায় পাঁচ বছর বয়সী এক মেয়ে শিশু ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় মামলার প্রধান আসামি সাইদুল ইসলামকে (৩৭) গ্রেফতার করেছে র্যাব। গত শুক্রবার রাতে র্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে- অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানানো হয়। গ্রেফতার আসামি সাইদুল সুন্দরগঞ্জ উপজেলার উত্তর শ্রীপুর (ছাতিনামারী) গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৮ জুলাই সন্ধ্যার দিকে আসামি সাইদুল ইসলাম এক শিশুকে উত্তর শ্রীপুর গ্রামের নইমুদ্দিনের বসতবাড়ির দক্ষিণ পাশে মুখ চেপে ধরে কৌশলে উঠিয়ে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে সুন্দরগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। তখন থেকে এই আসামি আত্মগোপনে থাকেন। তাকে গ্রেফতারে গত শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় র্যাব-১৩, সিপিসি-৩, গাইবান্ধা এবং র্যাব-১ ঢাকা, সিপিসি-১, উত্তরা ক্যাম্পের যৌথ অভিযানিক দলের অভিযানে ঢাকার ভাটারা থানাধীন কে-ব্লক রোডের সেভেন স্টার সুপার শপের পেছন থেকে আসামি সাইদুল রহমানকে গ্রেফতার করতে সক্ষম হয় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলেন, পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য এ আসামিকে সুন্দরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। ইমন মিয়া।। SHARES সারা বাংলা বিষয়: