বরগুনায় ‘জুলাইয়ের মায়েরা’ শীর্ষক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৪:২৭ অপরাহ্ণ, আগস্ট ২, ২০২৫ বরগুনা জেলা প্রশাসনের আয়োজনে ‘জুলাই পুনর্জাগরণ ২০২৫’ উপলক্ষে ‘জুলাইয়ের মায়েরা’ শীর্ষক এক বিশেষ অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ আগস্ট) সকাল ১১টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সুবর্ণজয়ন্তী হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলার আহত-নিহত জুলাই সদস্যদের মায়েরা, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক (এডিএম) স্বজল চন্দ্র শীল এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. জহুরুল ইসলাম হাওলাদার। এছাড়াও উপস্থিত ছিলেন বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আরাফাত রানা, পাথরঘাটা উপজেলার ইউএনও মো. মিজানুর রহমান, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও এনডিসি মো. আবদুল্লাহ আল মামুন, বরগুনার অন্যান্য উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ, ‘জুলাই’ পুনর্জাগরণ কর্মসূচির সঙ্গে সম্পৃক্ত সদস্যরা এবং জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। সমাবেশে বক্তারা বলেন, জুলাই শুধু একটি মাস নয়, এটি একটি সংগ্রামের স্মারক। এই মাসে যারা আত্মত্যাগ করেছেন ও যারা আহত হয়েছেন, তাদের পরিবারের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ‘জুলাইয়ের মায়েরা’ সেই ত্যাগের জীবন্ত সাক্ষ্য। তাদের প্রতি সম্মান জানানো এবং তাদের অভিজ্ঞতা সমাজের সামনে তুলে ধরা সময়ের দাবি। অনুষ্ঠানজুড়ে নিহত ও আহত জুলাই সদস্যদের মায়েরা তাদের সন্তানের স্মৃতি ও অভিজ্ঞতার কথা তুলে ধরেন, অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। সমাবেশ শেষে তাদের হাতে উপহারসামগ্রীও তুলে দেওয়া হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জুলাই পুনর্জাগরণ কর্মসূচির অংশ হিসেবে বরগুনায় মাসব্যাপী নানা আয়োজন চলবে। এর মধ্যে রয়েছে মুক্ত আলোচনাসভা, রক্তদান কর্মসূচি, গণস্বাস্থ্য সেবা, শহীদ স্মরণ এবং সাংস্কৃতিক পরিবেশনা। মোঃ শাহজালাল ।। SHARES সারা বাংলা বিষয়: