নোয়াখালীতে ২০ বছরের আভিজাত্য রক্ষায় বেপরোয়া ‘ফেরাউন বাহিনী’, আইনশৃঙ্খলা বাহিনীর নীরবতা নিয়ে প্রশ্ন,

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১:৪৬ অপরাহ্ণ, আগস্ট ৪, ২০২৫
নোয়াখালীর সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে ‘ফেরাউন’ নামে কুখ্যাত এক ব্যক্তির নেতৃত্বে গড়ে উঠেছে এক ভয়ংকর সন্ত্রাসী বাহিনী, যার ত্রাস ছড়িয়ে পড়েছে সুবর্ণচর থেকে শুরু করে পার্শ্ববর্তী রামগতি পর্যন্ত।
স্থানীয়রা জানায়, আলী আশরাফ ভূঁইয়া—এক সময়ের সমর্পিত নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ইউনিয়ন সভাপতি—সেই পরিচয়ের আড়ালে দীর্ঘ দুই দশক ধরে গড়ে তুলেছেন একক আধিপত্য।
চাঁদাবাজি, জমি দখল, অস্ত্রের মুখে মানুষকে জিম্মি করা—এসবই যেন ‘ফেরাউন বাহিনী’র নিত্যদিনের চিত্র। ভয়ংকর অভিযোগ উঠেছে, অর্থের লোভে নিজের দুই ছেলে নাজিম উদ্দীন এবং আজিম উদ্দিনকে বানিয়েছেন বাহিনীর ‘উপদেষ্টা’।
এমনকি নিজের মায়ের পেটের বোনকে বঞ্চিত করেছেন ওয়ারিশিয়ান সম্পত্তি থেকে। ভাগিনা ফেরদৌসকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে জেল খাটিয়েছেন—আর তারই দুই ছেলে নাজিম ও আজিম একদল কিশোর সন্ত্রাসী বাহিনী মিলে  ফেরদৌসের দুটি আঙুল ও এক কান কেটে দেয় তাদের ভয়ে  ঘর বাড়িতে আসতে পারছে না অনেকেরই অভিযোগ।
এলাকাবাসীর দাবি—মাদক কারবারেও রয়েছে এই বাহিনীর সক্রিয় সংশ্লিষ্টতা। কিন্তু এতসব অপরাধের পরেও ফেরাউন ও তার বাহিনীর সদস্যদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো দৃশ্যমান পদক্ষেপ নেই।
নোয়াখালীর সাধারণ জনগণ ও ভুক্তভোগীরা জেলাপ্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন।
তাদের একটাই আবেদন—ফেরাউন বাহিনীকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।
 মোঃ রিয়াজুল সোহাগ।।