গোপালগঞ্জে স্বজন দেখতে এসে হামলার শিকার, অভিযোগ ভুক্তভোগীদের দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৪:০২ অপরাহ্ণ, আগস্ট ৫, ২০২৫ শেখ ফরিদ আহমেদ।। গোপালগঞ্জ জেলা কারাগারের সামনে স্বজনকে দেখতে এসে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন কাইয়ুম শেখ ও তার বড় বোন রেশমা বেগম। সোমবার (৪ আগস্ট) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। ভুক্তভোগীদের অভিযোগ, পারিবারিক শত্রুতার জেরে এ হামলা চালানো হয়। কাইয়ুম জানান, তার বড় বোনের জামাই আব্দুর রহমানকে দেখতে তারা কারাগারে গিয়েছিলেন। কারাগারের সামনে পৌঁছালে সেলিম কাজীর নেতৃত্বে একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে তারা দুজনেই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় কাইয়ুম শেখ গোপালগঞ্জ সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে উল্লেখ করা হয়, গোপালগঞ্জের মাঝিগাতীর মোস্তফা কাজীর ছেলে সেলিম কাজী (৩২), খুলনার বটিয়াঘাটার বদরুজ্জামানের ছেলে নাঈম (২৪), শেখ বদিউজ্জামানের মেয়ে রাবেয়া জামান (১৯), স্ত্রী লাকি বেগম (৪৫)সহ ৫-৭ জন তাদের হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা রেশমার গলা থেকে এক ভরি স্বর্ণের চেইন এবং সাত আনা ওজনের একজোড়া স্বর্ণের কানের দুল ছিনিয়ে নেয়, যার আনুমানিক মূল্য ২ লাখ ১০ হাজার টাকা। আহত রেশমা বেগম বলেন, “আমরা রিকশায় করে কারাগারের সামনে পৌঁছালে ১০-১২ জন আমাদের ঘিরে ধরে। রিকশা থেকে নামিয়ে মারধর শুরু করে এবং একপর্যায়ে আমার মাথায় কোপ দেয়। আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। প্রশাসনের কাছে জোর দাবি, দ্রুত হামলাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক।” এ বিষয়ে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মোঃ সাজেদুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে । SHARES সারা বাংলা বিষয়: