ভাঙ্গায় এক যুবক রহস্যজন মৃত্যু

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৪:১০ অপরাহ্ণ, আগস্ট ৫, ২০২৫
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় এক যুবক রহস্যজন মৃত্যু হয়েছে। সোমবার ৪ আগস্ট রাত আটটার দিকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
নিহত যুবকের নাম মোঃ ফরিদুল ইসলাম(৩২)। তিনি নগরকান্দা উপজেলার কোনাগ্রাম এলাকার মাইনদ্দিন ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় , নিহত ফরিদুল নওপাড়া এলাকায় একটি কুরিয়ার সার্ভিসে চাকুরী করতেন। ডিউটি শেষে ভ্যানে করে বাড়ি যাওয়ার পথে নওপাড়া বাসস্ট্যান্ড এলাকায় সে অসুস্থ হয়ে ভ্যান থেকে পড়ে যায়। এ সময় স্থানীয়  লোকজন ফরিদুলের মাথায় পানি ঢালতে থাকে।
কিন্তু অবস্থার অবনতি হওয়ায়  মোঃ আল-আমিন শেখ এর ভ্যানে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এবিষয়ে ভাঙ্গা থানার উপ-পরিদর্শক(এসআই) গোলাম হোসেন জানান, আমরা জানতে পারি ভাঙ্গা হাসপাতালে একটি মরাদেহ পড়ে রয়েছে সংবাদ পেয়ে দ্রুত ঘটনার স্থলে আসি।কিভাবে মারা গেছে এ বিষয়ে জানা যায়নি। এর শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পরে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
মোঃ রিপন শেখ ।।