ছাত্র জনতার গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে কয়রা উপজেলা জামায়াতের গণমিছিল

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৪:২৪ অপরাহ্ণ, আগস্ট ৫, ২০২৫

অরবিন্দ কুমার মণ্ডল ।।
৫ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের বর্ষ পূর্তি উপলক্ষ্যে কয়রা উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

৫ আগস্ট মঙ্গলবার সকাল ১০ টায় কয়রা উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ের সামনে থেকে উক্ত গণমিছিল শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কয়রা মধুর মোড়ে উপজেলা আমীর মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা সায়ফুল্লাহ আযাদের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।

উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চলের সহকারী পরিচালক এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে খুলনা ৬ ( কয়রা- পাইকগাছা) আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ, এ্যাডঃ মোস্তাফিজুর রহমান, মোঃ অলিউল্লাহ, মাওলানা মাসুদুর রহমান, মাওলানা মতিউর রহমান, মাওলানা সুজা উদ্দীন, মোল্লা শাহাবুদ্দীন, মাওঃ মিজানুর রহমান, মাওঃ রেজওয়ানুল ইসলাম প্রমুখ। বাংলাদেশ জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনের কয়রা উপজেলার নেতৃবৃন্দ, উপজেলার সাতটি ইউনিয়নের নেতৃবৃন্দ।