গণঅভ্যুত্থানের ১ম বর্ষপূর্তি উপলক্ষে গোপালগঞ্জে জামায়াতের গনমিছিল ও পথসভা

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৪:২৯ অপরাহ্ণ, আগস্ট ৫, ২০২৫

শেখ ফরিদ আহমেদ ।।

ছাত্র-জনতার ২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী গোপালগঞ্জ জেলা শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য গণমিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ১১টা ৩০ মিনিটে গোপালগঞ্জ আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে লঞ্চঘাট এলাকায় গিয়ে পথসভায় পরিণত হয়।
গণমিছিলে নেতৃত্ব দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও গোপালগঞ্জ জেলা আমীর অধ্যাপক রেজাউল করিম। পথসভায় সভাপতিত্ব করেন তিনিই।
সভায় আরও বক্তব্য রাখেন গোপালগঞ্জ জেলা জামায়াতের শূরা সদস্য, সাবেক জেলা আমীর ও গোপালগঞ্জ-১ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবদুল হামিদ, কেন্দ্রীয় ইউনিট সদস্য ও গোপালগঞ্জ-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট আজমল হোসেন সরদারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা তাদের বক্তব্যে বিগত আওয়ামী লীগ সরকারের “ফ্যাসিবাদী শাসন ও গণবিরোধী কর্মকাণ্ডের” সমালোচনা করেন। একই সঙ্গে ‘গণঅভ্যুত্থানের চেতনাকে সমুন্নত রাখার’ আহ্বান জানিয়ে দল-মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
পথসভা থেকে ঘোষিত হয়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ জেলার তিনটি আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থীদের বিজয়ী করার লক্ষ্যে ভোট প্রার্থনা করা হয়।
গণমিছিলে গোপালগঞ্জ জেলা জামায়াতের বিভিন্ন ইউনিট থেকে উল্লেখযোগ্য সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।