চাটখিলে ফ্যাসিস্ট সরকার পতনের বর্ষপূর্তি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৫:১৯ অপরাহ্ণ, আগস্ট ৬, ২০২৫ মোঃ হানিফ।। ফ্যাসিস্ট সরকার পতনের বর্ষপূর্তি উপলক্ষে গতকাল মঙ্গলবার উপজেলা প্রশাসন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান রাজনৈতিক দল দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করে। সকালে শহিদ আহসান হাবিব তামিমের পরকোট গ্রামে তার কবরে পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে দিবসের কর্মসূচি শুরু করে উপজেলা প্রশাসন। বিকেলে উপজেলা সভাকক্ষে জুলাই আন্দোলনে শহিদের আত্মার মাগফেরাত কামনা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান সহ সরকারি কর্মকর্তাগণ, চাটখিল প্রেসক্লাবের অর্থ সম্পাদক প্রভাষক জসিম মাহমুদ সহ ছাত্র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এদিকে দুপুরে বাংলাদেশ ইসলামি আন্দোলন উপজেলা সভাপতি মাওলানা খুরশিদ আলম তালহার নেতৃত্বে চাটখিল পৌর শহরে একটি আনন্দ মিছিল বের হয়। মিশিলে দলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। বিকেলে খালেদা জিয়ার উপদেষ্টা সাবেক এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের নেতৃত্বে পৌর শহরের একটি আনন্দ মিছিল বের করে। মিছিলে বিএনপি নেতা অ্যাডভোকেট আবু হানিফ, সাবেক পৌর মেয়র মোস্তফা কামাল, দেওয়ান শামসুল আরেফিন শামীম, আহসানুল হক মাসুদ সহ বিএনপি নেতাকর্মী সমর্থকরা অংশগ্রহণ করেন। অপরদিকে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, মামুনুর রশিদ মামুনের নেতৃত্বে আজিজ সুপার মার্কেট থেকে পৃথক আরেকটি আনন্দ মিছিল পৌর শহর প্রদক্ষিন করে। এতে বিএনপি নেতা গোলাম মোস্তফা সেলিম, ফরিদ আহমেদ, জাহাঙ্গীর আলম আঢ্য, দিদারুল আলম, নূর নবী সহ বিএনপি নেতা কর্মী ও সমর্থকরা অংশগ্রহণ করেন। অন্যদিকে জামাতি ইসলামি বাংলাদেশ পৌর শহরের এক আনন্দ মিছিল বের করে। মিছিলে জামায়াতে উপজেলা আমির মাওলানা মহিউদ্দিন হাসান, নায়েবে আমির মাওলানা ওমর ফারুক, সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন,, ও জামায়াতে নেতা কর্মী সমার্থকরা অংশগ্রহণ করেন। SHARES সারা বাংলা বিষয়: