চাটখিলে মাত্র ২শত মিটার রাস্তার সংযোগ সড়কের অভাবে ২৫ পরিবারের সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৩:৩৫ অপরাহ্ণ, আগস্ট ৭, ২০২৫
চাটখিল পৌরসভার ৬নং ওয়ার্ডের নাপিতের পোলের পূর্ব পার্শে¦ মাত্র ২শত মিটার রাস্তার সংযোগ সড়কের অভাবে ২৫ পরিবারের শতাধিক মানুষ যাতায়াতে সীমাহীন দুর্ভোগে জীবনযাপন করছেন। পৌরসভা প্রতিষ্ঠার প্রায় তিন দশক ধরে যাবতীয় পৌর কর পরিশোধ করার পরও প্রয়োজনীয় নাগরিক সুবিধা পাচ্ছে না এই পরিবারগুলো। বিশেষ করে সংযোগ সড়কের অভাবে এই সকল পরিবারের লোকজনের হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ মাদ্রাসায় যাওয়া আসা করতে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। এইসব বিষয়ে পরিবারগুলোর পক্ষ থেকে একাধিকবার পৌর কর্তৃপক্ষের কাছে বারবার আবেদন করেও কোন লাভ হয়নি। এই ব্যাপারে পরিবারগুলোার পক্ষ থেকে মিজানুর রহমান পৌর প্রশাসকের কাছে গত সোমবার বিকেলে লিখিত আবেদন করেছেন।
গত মঙ্গলবার রাতে মিজানুর রহমানসহ কয়েকজন এলাকাবাসী চাটখিল প্রেসক্লাবে এসে উপস্থিত সাংবাদিকের কাছে দীর্ঘদিন থেকে তাদের সংযোগ সড়কের অভাবের কষ্টের কথা তুলে ধরেন। এ সময় তারা জানান, পৌরসভা প্রতিষ্ঠা হওয়ার পর থেকে পর্যায়ক্রমে তারা এখানে ঘরবাড়ি করে বসবাস করে আসছেন এবং নিয়মিত পৌর কর পরিশোধ করেন। তারা দুঃখ প্রকাশ করে বলেন এই দীর্ঘ সময় ধরে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর সহ পৌর কর্তৃপক্ষের কাছে বারবার আবেদন নিবেদন করেও কোন লাভ হয়নি। তারা এই সংযোগ সড়কের ব্যবস্থা গ্রহন করার জন্য সাংবাদিকের মাধ্যমে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে হস্তক্ষেপ কামনা করেছেন।
এই ব্যাপারে পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলতাফ হোসেন এর সাথে যোগাযোগ করলে তিনি বিষয়টি তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
মোঃ হানিফ ।।