জলবায়ু ঝুঁকি মোকাবিলায় গেটকা প্রকল্পের উদ্যোগে উপজেলা লোকমোর্চা সভা অনুষ্ঠিত

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৪:৩৩ অপরাহ্ণ, আগস্ট ৭, ২০২৫
বিল্লাল  হোসেন ।।
গেটকা প্রকল্প অফিস, বরিশাল সদর উপজেলা
 ৭ আগস্ট ২০২৫ রোজ বৃহস্পতিবার সকাল ১১.০০ ঘটিকায় অনুষ্ঠিত হয়।
জলবায়ু পরিবর্তন বর্তমান সময়ের একটি বৈশ্বিক সংকট, যার প্রভাব সর্বোচ্চভাবে পড়ে নারী, যুব ও প্রান্তিক জনগোষ্ঠীর ওপর। বাংলাদেশের উপকূলীয় অঞ্চলসমূহ, বিশেষ করে বরিশাল অঞ্চলে জলবায়ু ঝুঁকি যেমন বন্যা, ঘূর্ণিঝড়, নদীভাঙন এবং লবণাক্ততা জনজীবনে বিরূপ প্রভাব ফেলছে। এই বাস্তবতায়, এনএসএস ও ওয়েব ফাউন্ডেশন যৌথভাবে “Gender Equality Transformative Climate Action (GETCA)” প্রকল্প বাস্তবায়ন করছে। এর লক্ষ্য জলবায়ু ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং সামাজিক বৈষম্য হ্রাসের মাধ্যমে একটি টেকসই, অংশগ্রহণমূলক এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করা।
জলবায়ু ঝুঁকি চিহ্নিতকরণ:
বরিশাল সদর উপজেলায় নিচের ঝুঁকিগুলো চিহ্নিত করা হয়েছে:
বারবার বন্যার কারণে ফসল ও জীবিকা ক্ষতিগ্রস্ত হওয়া
পানির লবণাক্ততা বৃদ্ধির ফলে সুপেয় পানির সংকট
নারীদের স্বাস্থ্য ও নিরাপত্তা হুমকির মুখে
যুব সমাজের কর্মসংস্থানের সুযোগ সীমিত হয়ে পড়া
দুর্যোগ মোকাবেলায় স্থানীয় নেতৃত্বের অভাব।
প্রকল্পের জলবায়ু ঝুঁকি মোকাবিলার উদ্যোগসমূহ:
১. লোকমোর্চা সভার আয়োজন:
উপজেলা পর্যায়ে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে “উপজেলা লোকমোর্চা সভা” আয়োজনের মাধ্যমে জলবায়ু ঝুঁকি বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও সমন্বিত উদ্যোগ গঠনের সুযোগ সৃষ্টি হয়েছে।
২. লোকমোর্চা কমিটি গঠন:
২৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছে, যার নেতৃত্বে রয়েছেন নারী সদস্যরা। এই কমিটি জলবায়ু পরিবর্তন মোকাবেলায় স্থানীয় কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে কাজ করবে।
৩. নারী ও যুবদের ক্ষমতায়ন:
নারী ও যুবদের জলবায়ু সিদ্ধান্ত গ্রহণে সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে নেতৃত্ব বিকাশ ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
৪. অংশগ্রহণমূলক পরিকল্পনা:
কমিউনিটি-ভিত্তিক অংশগ্রহণের মাধ্যমে দুর্যোগ প্রস্তুতি ও অভিযোজন পরিকল্পনা গ্রহণের পথ সুগম হয়েছে।
প্রতিক্রিয়া ও প্রতিশ্রুতি:
সভায় প্রধান অতিথি জনাবা জেসমিন আক্তার বলেন,
> “এই কমিটির মাধ্যমে ইউনিয়ন ও উপজেলার নারী, যুব এবং প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার নিশ্চিত হবে। সকলে মিলে জলবায়ু সংকট মোকাবেলায় কার্যকর ভূমিকা রাখতে পারবে।”
সুপারিশসমূহ:
নবগঠিত কমিটিকে জলবায়ু অভিযোজন, দুর্যোগ ব্যবস্থাপনা ও নেতৃত্ব বিষয়ে প্রশিক্ষণ প্রদান
স্থানীয় পর্যায়ে জলবায়ু সংবেদনশীল পরিকল্পনা প্রণয়ন ও বাজেট বরাদ্দ নিশ্চিত করা
স্কুল, কলেজ ও স্থানীয় সংগঠনের মাধ্যমে যুব সমাজকে আরও সম্পৃক্ত করা
প্রতি ত্রৈমাসিকে লোকমোর্চা সভা আয়োজন করে অগ্রগতি পর্যালোচনা করা
জলবায়ু ঝুঁকি মোকাবেলায় গেটকা প্রকল্প একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। নারী, যুব ও প্রান্তিক জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে একটি টেকসই, ন্যায্য ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের পথ সুগম হচ্ছে। প্রকল্পের কার্যক্রম সম্প্রসারণ ও ধারাবাহিকতা বজায় রাখতে সকল স্টেকহোল্ডারের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।