শেরপুরে অসুস্থ স্ত্রীকে জীবন্ত কবর দেওয়ার চেষ্টার ভিডিও ভাইরাল দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৫:১১ অপরাহ্ণ, আগস্ট ৯, ২০২৫ মোঃ মুরাদ মিয়া। । শেরপুরের শ্রীবরদীতে অসুস্থ স্ত্রীকে বাড়ির উঠানে জীবন্ত কবর দেওয়ার চেষ্টা করেছেন এক স্বামী। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের খোশালপুর কানিপাড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। রাতেই ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। অভিযুক্ত স্বামী খোশালপুর মধ্যপাড়ার মৃত জহুর আলীর ছেলে খলিলুর রহমান (৮০)। ভুক্তভোগী স্ত্রী খোশেদা বেগমের (৭০) প্রায় ছয় বছর ধরে শয্যাশায়ী জীবন কাটছে। স্থানীয়রা জানান, অসুস্থ খোশেদা বেগম বিছানায় মলত্যাগ করায় ক্ষিপ্ত হয়ে স্বামী তাকে টেনে-হিঁচড়ে বাড়ির উঠানে নিয়ে গিয়ে কোদাল দিয়ে ছোট গর্ত খুঁড়ে মাটি চাপা দিতে থাকেন। এ সময় তাঁকে হাত দিয়েও আঘাত করেন। ঘটনাটি তাঁদের নাতি মো. খোকন (১৯) ভিডিও করে ফেসবুকে পোস্ট করলে তা ভাইরাল হয় এবং জেলা জুড়ে নিন্দার ঝড় ওঠে। এ বিষয়ে এলাকাবাসীর কেউ কেউ বলেন, খলিলুর রহমান সাধারণত ঝামেলায় জড়ান না এবং স্ত্রীকে সেবা করতেন, তবে ঘটনার দিন উত্তেজিত হয়ে এমন কাজ করেন। শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার জাহিদ জানান, খবর পাওয়ার পর পুলিশ পাঠানো হয়। স্থানীয়রা দাবি করেছেন, বিষয়টি সামাজিকভাবে মীমাংসা হয়েছে। তবে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাবের আহমেদ বলেন, ‘আমি ভিডিওটি দেখেছি। ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’ SHARES সারা বাংলা বিষয়: