ধামইরহাটে শিশু ও যুব ফোরামের আয়োজনে বার্ষিক সমাবেশ ও সফলতা উদযাপন দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৫:৫৮ অপরাহ্ণ, আগস্ট ৯, ২০২৫ ছাইদুল ইসলাম ।। নওগাঁর ধামইরহাটে “প্রযুক্তি নির্ভর যুব শক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি” শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে ধামইরহাট উপজেলা শিশু ও যুব ফোরামের আয়োজনে এবং ধামইরহাট এপি, ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় শিশু ও যুব ফোরাম সমাবেশ এবং সফলতা উদযাপন করা হয়েছে। শনিবার (৯ আগষ্ট) সকল সাড়ে ৯ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা যুবফোরামের সভাপতি আকাশ মন্ডলের সভাপতিত্বে এর উদ্বোধন করেন উপজেলা যুব উন্নয়ন অফিসার কামরুজ্জামান সরদার। এতে পৌরসভা ও আট ইউনিয়ন থেকে আগত যুব ও শিশু ফোরামের সদস্যরা অংশগ্রহণ করেন। আলোচনা সভার একপর্যায়ে যুব ও শিশু ফোরামের দেয়ালিকা প্রদর্শনের মাধ্যমে তাদের বার্ষিক পরিকল্পনা পরিদর্শন শেষে যুব ও শিশু ফোরামের সদস্যদের মার্সাল আর্ট প্রদর্শন ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। এ-সময় উপস্থিত ছিলেন, ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমাম জাফর, সমাজসেবা কর্মকর্তা এটিএম ফসিউল আলম, ওয়ার্ল্ড ভিশনের অ্যাক্টিং এরিয়া প্রোগ্রাম অফিসার দানেশ তপনো, সিনিয়র প্রোগ্রাম অফিসার নাথান চৌকিদার, ডেভিড সাংমা, শিশু সুরক্ষা অফিসার প্রদীপ হাসদা, জুনিয়র প্রোগ্রাম অফিসার শারমিন আক্তার সুরভি প্রমুখ। SHARES সারা বাংলা বিষয়: