বেলকুচিতে সাংবাদিকদের হাত থেকে দৌড়ে পালালেন মাদক বিক্রেতা নজরুল ইসলাম

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৬:২৬ অপরাহ্ণ, আগস্ট ১০, ২০২৫

মনিরুল ইসলাম ।।

সিরাজগঞ্জের  বেলকুচি উপজেলার কান্দাপাড়া  নামক স্থানে নজরুল ইসলাম নামের ব্যক্তি উন্মুক্ত ভাবে মাদক বিক্রি করে এমন একটি গোপন সংবাদের ভিত্তিতে চলে যায় একটি সাংবাদিক টিম।  স্পটে গিয়ে এক সাংবাদিক কাস্টমার সেজে চলে যায় নজরুল ইসলাম নামের ওই মাদক বিক্রেতার কাছে। মাদক কারবারি নজরুল ইসলাম তার পরেনো লুঙ্গির চিপায় রাখা মাদক সাংবাদিক টিমের সদস্যের কাছে বিক্রি করার সময় তাকে আটক করার চেষ্টা করে। কিন্তু কৌশলে মাদক ব্যবসায়ী ছুটে দৌড়ে  পালিয়ে যায়, এদিকে সাংবাদিকের টিমের গোপন ক্যামেরায় তা স্পস্ট ভাবে রেকর্ড হয়ে যায়, মাদক ব্যবসায়ী নজরুল ইসলাম কে ধরতে না পারলেও ক্যামেরায় তাকে ঠিকই ধরা পড়ে যায়।  সে দীর্ঘদিন যাবৎ এই মাদক ব্যবসার সাথে জড়িত বোলে নাম না জানানো কিছু স্থানীয় মানুষ এই তথ্য দেয়। মাদক বিক্রেতা মোঃ নজরুল ইসলামের পিতাঃ মৃত চাঁন আলী মিয়া, সে কান্দাপাড়া গ্রামের একজন স্থানীয় বাসিন্দা। সকাল থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত চলে এই মাদক কারবারি। গাঁজা, বাংলা মদ, ইয়াবা, ফেন্সিডিল সহ হেরোইনের মত মারাত্বক সব মাদক কারবারি চলছে দীর্ঘদিন যাবৎ। এই মাদক  কারবারি সাথে জরিত আছে বড় এক অদৃশ্য শক্তি। যার ভয়ে মুখ খুলে প্রতিবাদ করতে পারে না স্থানীয় জন সাধারণ।এই মাদকের ভয়াল থাবায় আক্রান্ত হচ্ছে কম বয়সীর শিশু কিশোর। এই সকল শিশু কিশোর মাদক ক্রয়ের জন্য বিভিন্ন প্রকার অপরাদের সাথে জড়িয়ে পড়ছে চারিদিক। যেমন মসজিদের টিওবয়েলের মাথা চুরি করা, ছাগল, হাঁস মুরগী চুরি করা থেকে শুরু করে ছিনতাই এর মত খারাপের কাজে সাথে জরিয়ে পড়ছে এই শিশু কিশোর । এই ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের হাত থেকে বাঁচাতে সমাজের সকল শ্রেণীর মানুষ কে এগিয়ে আসার আহবান সচেতন মহলের। এবং মাদকের বিরুদ্ধে কঠোর ভাবে হুশিয়ার জারি করে তা দমনের ব্যবস্থা নিতে হবে।