সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ইন্দুরকানী রিপোর্টার্স ইউনিটির মানববন্ধন অনুষ্ঠিত

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৬:৩০ অপরাহ্ণ, আগস্ট ১০, ২০২৫
গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে পিরোজপুরের ইন্দুরকানীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বরিবার (১০ আগস্ট) সকাল ১১টায় উপজেলার ইন্দুরকানী বাজারের রুপালী ব্যাংক চত্ত্বরে ইন্দুরকানী রিপোর্টার্স ইউনিটির আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।
এতে ইন্দুরকানী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. শাহিদুল ইসলামের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক মোঃ মারুফুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ইন্দুরকানী প্রেসক্লাবের সাবেক সভাপতি আজাদ হোসেন বাচ্চু, ইন্দুরকানী রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সহ সভাপতি আল আমিন হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক জুয়েল রানা, ইন্দুরকানী প্রেসক্লাবের সহ সভাপতি জাকির হোসেন, দপ্তর সম্পাদক রাকিবুল ইসলাম, সাংবাদিক নাছরুল্লাহ আল-কাফী,দিবাকর দত্ত পুলিন, ইউনুস আকন  সহ স্থানীয় গণমাধ্যমকর্মী ও সুধীজন।
ইন্দুরকানী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ শাহিদুল ইসলাম বলেন, সাংবাদিক আসাদুজ্জামান তুহিন ছিলেন দুর্নীতি, অনিয়ম ও অপরাধের বিরুদ্ধে কলম যোদ্ধা। তাকে নৃশংসভাবে হত্যা করে স্বাধীন সাংবাদিকতার কণ্ঠরোধের চেষ্টা করা হয়েছে। বিগত স্বৈরাচারী সরকার যদি সাংবাদিক সাগর রুনি হত্যার বিচার করতো তাহলে দেশে আর কোনো সাংবাদিক হত্যার শিকার হতো না।
সাংবাদিক হত্যা গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা ও আইনের শাসনের জন্য মারাত্মক হুমকি।
তারা অবিলম্বে তুহিন হত্যার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান।
মো:আব্দুল কুদ্দুস ।।