রংপুরে মিঠাপুকুরে জেন্ডার সমতা অর্জনে নাগরিক প্লাটফর্মের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৬:৩৬ অপরাহ্ণ, আগস্ট ১০, ২০২৫ রাখী গোপাল দেবনাথ।। রবিবার (১০ই আগষ্ট ) রংপুরের মিঠাপুকুরে ফাতেমা রিডিং ক্লাবে নাগরিক প্লাটফর্মের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়। ডেমক্রসিওয়াচ এর ‘জেন্ডারসমতা অর্জন ও বৈষম্য নিরসনে নাগরিক সম্পৃক্ততা (ফেসিং) ’বিষয়ক প্রকল্পের অংশ হিসেবে জিএফএ ‘র কারিগরি সহায়তায় ও কানাডিয়ান হাইকমিশন এবং সুইজারল্যান্ড দূতাবাস এর আর্থিক সহযোগিতায় প্রকল্পটি রংপুরের মিঠাপুকুর, গংঙ্গাচড়া,বদরগঞ্জ ও রংপুর সদরে বাস্তবায়িত হচ্ছে।ডেমক্রেসিওয়াচের তত্বাবধানে সহযোগী সংস্থা হিসেবে রংপুরে সোসাল ইকুয়ালিটি ফর ইফেকটিভ ডেভেলপমেন্ট (সিড) কাজ করছে। মিঠাপুকুর নাগরিক প্লাটফর্মের আহ্বায়ক মোতাব্বির ইসলাম তমাসের সভাপতিত্বে ও গণমাধ্যমকর্মী প্রদীপ গোস্বামী ও ইয়ুথ লিডার জয়া রানীর সঞ্চালনায় সভায় মিঠাপুকুর নাগরিক প্লাটফর্মের ত্রৈমাসিক পরিচালন নির্দেশিকার উপর আলোচনা করেন ডেমক্রেসিওয়াচ ফেসিং প্রকল্পের ক্যাপাসিটি বিল্ডিং সমন্বয়কারী আব্দুস সেলিম, জেলা কর্মসূচি সমন্বয়কারী শামীমা আক্তার ও সিনিয়র কর্মসূচী কর্মকর্তা রাখী গোপাল দেবনাথ। ডেমক্রেসিওয়াচের ফেসিং প্রকল্পের এমএনই কোঅর্ডিনেটর মাহমুদ হাসান তালুকদার বলেন আজকের প্রথম ত্রৈমাসিক মিটিং ‘র মাধ্যমে বিগত সময়ে আপনারা কি করেছেন ও ভবিষ্যতে আপনার কি কি ভালো কাজ করবেন তার একটা রূপরেখা প্রনয়ন হবে। জনগনের স্বতঃস্ফূর্ত অংশগ্রহনই এলাকার উন্নয়ন কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে পারবে। ফেসিং প্রকল্পের ক্যাপাসিটি বিল্ডিং কোঅর্ডিনেটর আব্দুস সেলিম বলেন এ প্রকল্পের আওতায় যুবকদের দেশপ্রেম বৃদ্ধি , স্মার্ট বাংলাদেশ গঠনে দায়িত্বশীল ভূমিকা রাখাসহ অহিংস সমাজ গঠন কল্পে কাজ করার জন্য যুবকদের নেতৃত্ব বিকাশে ও দক্ষতা বৃদ্ধিতে কাজ করবে নাগরিক প্লাটফর্ম । শামীমা আক্তার বলেন, গণতান্ত্রিক পরিবেশে মানবাধিকার এবং নাগরিক অধিকার সমুন্নত রাখতে সকল জনগোষ্ঠীর ক্ষমতায়নের ওপর গুরুত্ব দিতে আমরা সবাই মিলে ত্রৈমাসিক পরিকল্পনা প্রনয়ন করব। যা সমাজ উন্নয়নে পিছিয়ে থাকা জনগোষ্ঠীকে সামনে এগিয়ে নিয়ে আসবে। ডেমক্রসিওয়াচের সিনিয়র প্রোগ্রাম অফিসার রাখী গোপাল দেবনাথ বলেন মানবিক কাজগুলোই গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশ, সহিংসতা প্রতিরোধ, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের ইতিবাচক সৌহার্দপূর্ণ সহাবস্থান সৃষ্টি করবে । সভায় আরো উপস্থিত ছিলেন গণমাধ্যমকর্মী আশিকুর রহমান, উন্নয়নকর্মী রন্জিত কেরকাটা,প্রভাষক গোলাম কবির রতন,সমাজসেবক গিয়াসউদ্দিন , স্বপ্নরাজ ফাউন্ডেশনের স্বপ্নরাজ সহ সংগঠনের প্রতিনিধিগন। উপস্থিত সদস্যরা বলেন স্থানীয় পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণ ও সিদ্ধান্ত গ্রহনে প্রভাব বিস্তার, জবাবদিহিতা এবং মানবাধিকার লঙ্ঘনের প্রতিকার চাওয়ার ক্ষেত্রে নাগরিক সমাজের প্রতিনিধিত্ব, স্বীকৃতি ও অংশগ্রহণ বৃদ্ধি করার লক্ষ্যে সমাজের সকল স্তরের নাগরিকদের ঐক্যবদ্ধভাবে ও সংগঠিতভাবে কাজ করতে হবে। নাগরিক সমাজের সংগঠনের মধ্যে পারস্পরিক সহযোগিতা, অংশীদারিত্ব এবং নেটওয়ার্ক বৃদ্ধি করনে আগামী তিন মাসের জন্য কর্মপরিকল্পনা করে নাগরিক প্লাটফর্ম। SHARES সারা বাংলা বিষয়: