চুনারুঘাটে ২ মাদক ব্যবসায়ী কে ইয়াবা সহ গ্রেফতার করেছে যৌথবাহিনী

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২:০৭ অপরাহ্ণ, আগস্ট ১১, ২০২৫
সারোয়ার নেওয়াজ শামীম  ।। চুনারুঘাট উপজেলার চান্দপুর চা বাগান থেকে অভিযান চালিয়ে ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। এসময় তাদের কাছ থেকে ৫২২ পিস ইয়াবা, ৩ কেজি গাঁজা ও মাদক বিক্রির নগদ টাকা উদ্ধার করা হয়। এসময় এক নারী মাদক ব্যবসায়ী পালিয়ে যায়।
১০ আগষ্ট রবিবার দুপুরে চুনারুঘাট থানার একদল পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
বিষয়টি নিশ্চিত করে ওসি নুরে আলম জানান, গ্রেফতারকৃতরা অনেকদিন ধরেই মাদক বিক্রি করে আসছিলো। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা পশ্চিম চানপুর গ্রামের পঞ্চ প্রসাদ মুন্ডার পুত্র সমর মুন্ডা (২৩) ও মৃত ভাদ মুন্ডার পুত্র
পূর্ণ দেব মুন্ডা (৪০)। এসময় অনিল উরাং এর স্ত্রী স্মৃতি উরাং (৩৫) পালিয়ে যায়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।