ডুয়েটে অনুষ্ঠিত হলো ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২:২৮ অপরাহ্ণ, আগস্ট ১১, ২০২৫
গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট)-এ ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল থেকে শুরু হয়ে সারাদিনব্যাপী এই পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।
ভর্তি পরীক্ষায় সারা বাংলাদেশে বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউট থেকে পাস করা ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা অংশগ্রহণ করেছেন। বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, আনুমানিক ৭,০০০ শিক্ষার্থী এই ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছে।
পরীক্ষার সুষ্ঠু আয়োজন নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে। ভর্তি পরীক্ষার ফল দ্রুত প্রকাশ করে পরবর্তী ভর্তি কার্যক্রম শুরু করা হবে বলে জানায়।
মোহাঃ মুরশেদ ।।