শ্যামনগরে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতা উদ্বোধন দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৬:৩৫ অপরাহ্ণ, আগস্ট ১১, ২০২৫ মোঃ আরিফুজ্জামান আরিফ ।। গণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। সোমবার(১১ আগষ্ট) সকালে শ্যামনগর উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ব্যবস্থাপনায় ও দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়,খুলনার আয়োজনে শ্যামনগর অফিসার্স ক্লাবে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রণী খাতুন। শ্যামনগর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখ্যার্জীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ রাশেদ হোসাইন, সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ আবুল কালাম বাবলা, সাধারণ সম্পাদক মোঃ আনিসুর রহমান, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক সামিউল আযম মনির, শ্যামনগর পাবলিক লাইব্রেরীর সম্পাদক নূর জাহান পারভীন ঝর্ণা প্রমুখ। শ্যামনগর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মানবেন্দ্র দেবনাথের সঞ্চলনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ হুমায়ুন কবীর, উপজেলা শিক্ষা অফিসার এনামুল হক, উপজেলা একাডেমিক সুপারভাইজার মিনা হাবিবুর রহমান, ওসিসি কর্মকর্তা প্রনব কুমার বিশ্বাস, শ্যামনগর রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মোঃ কামরুজ্জামান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি মোঃ লুৎফর রহমান, প্রধান শিক্ষক আব্দুস সাত্তার,নকিপুর সরকারি হরিচরণ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ কামরুজ্জামান,উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য রনজিৎ কুমার বর্মন, সুপর্ণা কর্মকার,বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ,সহকারী শিক্ষকবৃন্দ,শিক্ষার্থীবৃন্দ প্রমুখ। বিতর্ক প্রতিযোগিতায় উপজেলার ১৪টি মাধ্যমিক বিদ্যালয় ও ২টি মাদ্রাসার শিক্ষার্থীবৃন্দ অংশ গ্রহণ করেন। জানা যায়, ১১,১২ ও ১৩ আগষ্ট কয়েকটি রাউন্ডে এ প্রতিযোগিতা চলবে। SHARES সারা বাংলা বিষয়: