কেন্দুয়ায় ছুটি ছাড়াই ১৫ দিন যাবত অনুপস্থিত এক সহকারি শিক্ষক

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৬:৫৪ অপরাহ্ণ, আগস্ট ১১, ২০২৫
নেত্রকোণার কেন্দুয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষিকা ছুটি ছাড়াই ১৫দিন যাবত  অনুপস্থিত তাঁর কর্মস্থলে । দিচ্ছেন প্রক্সি/ পাঠদান ডিগ্রি পড়ুয়া এক শিক্ষার্থী ।
গত বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে বলাইশিমুল বড়বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরেজমিনে গিয়ে এর সত্যতাও মিলে । তাঁর জায়গায় প্রক্সি দিচ্ছেন অর্পিতা আক্তার ।
সোমবার (১১ আগস্ট) দুপুরেও উক্ত বিদ্যালয়ের শিক্ষার্থী ও প্রধান শিক্ষকের সাথে মুঠোফোন কথা বলে জানা যায় আজও ঐ অভিযুক্ত সহকারি শিক্ষক বিদ্যালয়ে আসেন নি ।
অভিযুক্ত ও অনুপস্থিত শিক্ষিকার নাম সুমাইয়া জাহান রিম্মি । তাঁর স্থায়ী ঠিকানা রাজিবপুর, বটরগাতি, বলাইশিমুল ইউনিয়নে হলেও বর্তমানে তিনি নেত্রকোণার বনুয়াপাড়ায় বসবাস করছেন । অভিযোগ রয়েছে গত দুই  মাস যাবত তিনি বিদ্যালয়ে পাঠদান করছেন না । মাঝে মাঝে স্কুলে এসে শুধু স্বাক্ষর করে চলে যান ।
স্থানীয় বাসিন্দাদের একজন নাম না প্রকাশের শর্তে বলেন, রিম্মি ম্যাডাম স্কুলে নিয়মিত আসেন না । মাসে পনেরো দিনে একবার এসে শুধু স্বাক্ষর করে চলে যান ।
বিদ্যালয়ের একজন শিক্ষিকা (নাম প্রকাশে অনিচ্ছুক) আক্ষেপ করে বলেন, “যারা স্কুল ফাঁকি দেয়, তারা ক্ষমতার বলেই ফাঁকি দেয় । তাদের বেলায় কারো কিছু করার থাকে না । আমাদের মত মানুষ সব সময় কলুর বলদের মতো খেটে যাই । আবার শেষে দোষীর ভাগীদারও হই ।”
অভিযুক্ত শিক্ষিকা সুমাইয়া জাহান রিম্মির সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানতে চান, কে অভিযোগ করেছে ? তিনি আরো বলেন, আমি নৈমিত্তিক ছুটিতে আছি ।
উক্ত প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মো. শাহজাহান বলেন, রিম্মি একটু অসুস্থ । মানে তিনি প্রেগন্যান্ট । তাই তিনি ১৫ দিন যাবত আসছেন না । তিনি আরো বলেন, কয়েক জন  শিক্ষক নেতার অনুরোধে ও মানবিক কারণে তার জায়গায় আপাতত অর্পিতা পাঠদান করছেন । তবে রিম্মি ম্যাডাম অফিসিয়ালি কোন ছুটি নেন নি ।
উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. সবুর মিয়া মুঠোফোনে জানান, বিষয়টি আমার জানা ছিলো না । পরে খোঁজ-খবর নিয়ে দেখেছি এর সত্যতাও মিলেছে । আমি পরবর্তী পদক্ষেপ নিচ্ছি ।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদারের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন , আমি শিক্ষা অফিসারের সাথে কথা বলবো । যেনো বিষয়টি খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেয় ।
কোহিনূর আলম।।