পাঁচবিবিতে ‘ওপেন হাউস ডে’ — পুলিশ-জনতার ঐক্যবদ্ধ অঙ্গীকার শান্তি ও নিরাপত্তায়

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৩:২৭ অপরাহ্ণ, আগস্ট ১৩, ২০২৫

আল আমিন।। 

পুলিশ ও জনগণের পারস্পরিক সম্পর্ক উন্নয়ন, মতবিনিময় এবং নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জয়পুরহাটের পাঁচবিবি থানার উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে “ওপেন হাউস ডে”। গতকাল মঙ্গলবার (১৩ আগস্ট) বিকেল ৩টা ৩০ মিনিটে থানার কনফারেন্স রুমে এ অনুষ্ঠান হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ময়নুল ইসলাম এবং সঞ্চালনা করেন থানার সেকেন্ড অফিসার মোঃ শহিদুল ইসলাম।প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাঁচবিবি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক মোঃ মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, “পুলিশ-জনতা ঐক্যবদ্ধভাবে কাজ করলে সমাজে শান্তি, শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব।”এছাড়া বক্তব্য রাখেন পাঁচবিবি উপজেলা বিএনপির সভাপতি মোঃ সাইফুল ইসলাম ডালিম, উপজেলা জামায়াতে ইসলামী আমীর ডাঃ মোঃ সুজাউল করিম, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোঃ আবু সুফিয়ান (মুক্তার) এবং পাঁচবিবি বণিক সমিতির সভাপতি মোঃ তাজুল ইসলাম। বক্তারা আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, মাদক নির্মূল, সামাজিক অপরাধ দমন এবং জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণ বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন।বক্তাগণ পুলিশ প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও এ ধরণের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন এবং মূল্যবান পরামর্শ দেন।পুলিশ-জনতার এ সংলাপভিত্তিক আয়োজন এলাকার মানুষের মধ্যে ইতিবাচক বার্তা ছড়িয়ে দিয়েছে, যা পারস্পরিক আস্থা ও সহযোগিতা বৃদ্ধিতে সহায়ক হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।