কনস্টেবল নিয়োগে মেধা ও শারীরিক সক্ষমতাই একমাত্র যোগ্যতা”- পুলিশ সুপার দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৩:৫০ অপরাহ্ণ, আগস্ট ১৩, ২০২৫ রামকৃষ্ণ তালুকদার।। কনস্টেবল নিয়োগে মেধা ও শারীরিক সক্ষমতাই একমাত্র যোগ্যতা বলে উল্লেখ করলেন হবিগঞ্জের পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান। তিনি কনস্টেবল নিয়োগে কোন দালাল, প্রতারক ও অবৈধ সুযোগসন্ধানীদের থেকে দূরে থাকার পরামর্শ দেন। বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ পরীক্ষা জুন-২০২৫ উপলক্ষ্যে হবিগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে এক প্রস্তুতিমূলক ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। ১২ আগস্ট মঙ্গলবার বিকাল ৫ ঘটিকায় জেলা পুলিশ লাইন্স মিলনায়তনে এই ব্রিফিং আয়োজন করা হয়। ব্রিফিংয়ে সভাপতিত্ব করেন হবিগঞ্জের পুলিশ সুপার এ এনএম সাজেদুর রহমান। এ সময় তিনি কনস্টেবল নিয়োগে কোন দালাল,প্রতারক ও অবৈধ সুযোগসন্ধানীদের থেকে দূরে থাকার পরামর্শ দেন এবং টিআরসি নিয়োগ কার্যক্রমে সম্পৃক্ত অফিসার ও ফোর্সদের সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছভাবে নিয়োগ প্রক্রিয়ার কার্যক্রম পরিচালনার জন্য সুস্পষ্ট নির্দেশনা প্রদান করেন। একই সঙ্গে তিনি সংশ্লিষ্টদের দায়িত্ব পালনে সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠা প্রদর্শনের নির্দেশ দেন। SHARES সারা বাংলা বিষয়: