কেন্দুয়ায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৩:৫৫ অপরাহ্ণ, আগস্ট ১৩, ২০২৫ কোহিনূর আলম ।। ‘প্রযুক্তি নির্ভর যুবশক্তি বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি’ এই শ্লোগানে নেত্রকোণার কেন্দুয়ায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উপলক্ষে বর্নাঢ্য যুব র্যালি, আলোচনা সভা, যুব ঋণের চেক, সনদপত্র ও গাছের চারা বিতরণ করা হয়েছে । মঙ্গলবার (১২ আগস্ট) সকালে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ যুব র্যালি, আলোচনা সভা, যুব ঋণের চেক, সনদপত্র ও গাছের চারা বিতরণ করা হয় । উক্ত অনুষ্ঠানে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ নুরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদার । এছাড়াও বক্তব্য রাখেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মতিউর রহমান, উপজেলা জামায়াতের আমীর সাদেকুর রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা হারুনুর রশিদ ফারুকী, উপজেলা জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের সভাপতি মোহাম্মদ সালাহ উদ্দিন সালাম, উপজেলা যুবদলের সদস্য সচিব আতাউল হক মিন্টু, উপজেলা মৎস্যজীবি দলের সাধারণ সম্পাদক মো. আমিরুল হক মল্লিক, উদ্যোক্তা জাহাঙ্গীর আলম, হাবিবুর রহমান প্রমুখ ।এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন দিলদার, কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা আফতাব উদ্দিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রহিমা আক্তারসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ। উল্লেখ্য উক্ত অনুষ্ঠানে ৭২ জন যুবকে গাছের চারা বিতরণ, ২০ জনকে ব্যাগ ও প্রশিক্ষণ উপকরণ দেয়া হয় এবং ১৫ জন যুব এর অনুকূলে ১০ লক্ষ ২০ হাজার টাকার চেক বিতরণ করা হয় । SHARES সারা বাংলা বিষয়: