দাশুড়িয়া-ঈশ্বরদী মহাসড়কে মাইক্রোবাস-ট্রাকের সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনা

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৪:১০ অপরাহ্ণ, আগস্ট ১৩, ২০২৫
আব্দুল্লাহ আল মামুন ।।
দাশুড়িয়া-ঈশ্বরদী মহাসড়কের দরগাপাড়া এলাকায় আজ দুপুরে মাইক্রোবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়, এবং ঘটনাস্থলেই প্রাণহানির আশঙ্কা দেখা দেয়। তবে এখনো পর্যন্ত নিহতের বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর আনুমানিক ১২টার দিকে একটি দ্রুতগতির ট্রাক বিপরীত দিক থেকে আসা মাইক্রোবাসকে সজোরে ধাক্কা দিলে সংঘর্ষের সৃষ্টি হয়। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
দুর্ঘটনায় মাইক্রোবাস চালক গুরুতর আহত হন এবং তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। অন্যান্য আহতদের মধ্যে কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
স্থানীয়রা অভিযোগ করেছেন, দাশুড়িয়া-ঈশ্বরদী মহাসড়ক দীর্ঘদিন ধরেই মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। অব্যবস্থাপনা, গর্ত ও অতিরিক্ত গতির কারণে প্রায়ই এখানে দুর্ঘটনা ঘটে।
পাবনার হাইওয়ে পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি উদ্ধার করা হয়েছে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।