নালিতাবাড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাইফুল ও সম্পাদক জাহাঙ্গীর

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৬:৫৪ অপরাহ্ণ, আগস্ট ১৭, ২০২৫
অরুপ দেব কমল।।   মো.সাইফুলইসলামকে সভাপতি,মো.মঞ্জুরুল আহসানকে কার্যকরি সভাপতি ও মো.জাহাঙ্গীর আলম তালুকদারকে সাধারণ সম্পাদক করে শেরপুরের নালিতাবাড়ী উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন করা হয়েছে। গতকাল ১৬ আগস্ট রাতে প্রেসক্লাব কার্যালয়ে ১৬ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। জানাগেছে,২০২২ সালের ১৬ আগস্ট তিনবছর মেয়াদী ১১ সদস্য বিশিষ্ট কার্যকরি কমিটি গঠন করা হয়। সেই কমিটির মেয়াদ শেষ হওয়ায় গতকাল শনিবার(১৬ আগস্ট)সন্ধ্যা ৭ টা থেকে রাত সাড়ে ১১ টা পর্যন্ত কার্যক্রম চলে। প্রথম অধিবেশনে প্রেসক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গত তিন বছরের মূল্যায়ন নিয়ে আলোচনা শেষে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। এরপর রাত ৯ টায় দ্বিতীয় অধিবেশনে কমিটি গঠন নিয়ে আলোচনা শুরু হয়। এতে সভাপতি পদে দৈনিক কালবেলা’র নালিতাবাড়ী প্রতিনিধি মো.সাইফুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। সাধারন সম্পাদক পদে তিনজন প্রার্থী হওয়ায় গোপন ভোটিংয়ে দৈনিক ভোরের কাগজে’র নালিতাবাড়ী প্রতিনিধি মো.জাহাঙ্গীর আলম তালুকদার ও যুগ্ন সাধারণ সম্পাদক পদে তিন জন প্রার্থী হওয়ায় দৈনিক ভোরের ডাক’র আবু ইলিয়াছ সাদ্দাম ও দৈনিক আলোর দিগন্ত’র মো.আবদুল কবির নির্বাচিত হন। ১৬ সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদের উপদেষ্টা পদে জৈষ্ঠ সাংবাদিক লাল মো.শাহজাহান কিবরিয়া,কার্যকরি সভাপতি দীপ্ত টিভি ’র জেলা প্রতিনিধি মো.মঞ্জুরুল আহসান,সাংগঠনিক পদে দৈনিক কালের কন্ঠ’র ক্লোডিয়া নকরেক কেয়া,প্রচার সম্পাদক মো.মামুন হোসেন,দপ্তর সম্পাদক মো.নিবির হোসেন মিলন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। কমিটির অন্যান্য পদ গুলি পরবর্তীতে আলোচনা করে পূর্ণাঙ্গ কমিটি করার সিদ্ধান্ত নেওয়া হয়।