নওগাঁয় র‌্যাবের অভিযানে এক নারী আটক

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৭:০২ অপরাহ্ণ, আগস্ট ১৭, ২০২৫

সাইফুল ইসলাম।।  নওগাঁর ধামুরহাট উপজেলার হরতকিডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ লাইলী বেগম (৪২) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট কাম্পের চৌকস টিম। রবিবার ১৭ আগস্ট পূর্বরাতে হরতকিডাঙ্গা পাঁকা রাস্তায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে যাত্রীবাহী ভ্যান যোগে চেকপোস্ট অতিক্রম করার সময় র‌্যাব তাকে করে। আটককৃত লাইলী বেগম উপজেলার অমরপুর গ্রামের মৃত হাফিজুর রহমানের মেয়ে। জানা যায়, মাদক কারবারী লাইলী নওগাঁর ধামইরহাট হতে ধামইরহাট-টু-জয়পুরহাটগামী পাকা রাস্তা দিয়ে যাত্রীবাহী ব্যাটারী চালিত ভ্যান যোগে মাদক পরিবহন করে জয়পুরহাটের দিকে আসছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫, সিপিসি-৩ এর আভিযানিক দল ধামইরহাট উপজেলার হরতকিডাঙ্গা এলাকার পাকা রাস্তায় চেকপোস্ট স্থাপন করে। তাকে বহনকৃত যাত্রীবাহী ভ্যানটি চেকপোস্ট অতিক্রম করার সময় র‌্যাব সদস্যগণ ভ্যানের গতিরোধ করে মহিলা র‌্যাব সদস্য দ্বারা লাইলী বেগমের শালীনতা বজায় রেখে তল্লাশীকালে তার নিজ হাতে ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট বের করে দেয়। এসময় তার কাছে থেকে মাদক বিক্রির ২৫ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়। পরে তার বিরুদ্ধে ধামইরহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী মামলা দায়ের করা হয়।