জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উপলক্ষে গোপালগঞ্জে পোনা অবমুক্ত ও বর্ণাঢ্য রেলি

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৫:১০ অপরাহ্ণ, আগস্ট ১৮, ২০২৫

শেখ ফরিদ আহমেদ ।।

“জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫” উপলক্ষে গোপালগঞ্জে আজ ১৮ আগস্ট সোমবার নানা কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল মাছের পোনা অবমুক্তকরণ, বর্ণাঢ্য র‌্যালি এবং আলোচনা সভা।
সকাল ১০টায় উপজেলা পরিষদের পদ্মপুকুরে মাছের পোনা অবমুক্তের মধ্য দিয়ে সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও যুগ্ম সচিব মুহম্মদ কামরুজ্জামান। এ সময় জেলা মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দী সহ মৎস্য বিভাগ ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পোনা অবমুক্তকরণের পর পদ্মপুকুর থেকে একটি র‌্যালি বের হয়ে উপজেলা ভবনের সামনে এসে শেষ হয়। র‌্যালিতে সরকারি কর্মকর্তা, মৎস্যজীবী ও জেলেরা অংশ নেন।
পরবর্তীতে জেলা মৎস্য ভবন কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দী। অনুষ্ঠানে জেলা প্রশাসক যুগ্ম সচিব মুহম্মদ কামরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার সরোয়ার হোসেন, সহকারী প্রকল্প পরিচালক আসলাম হোসেন শেখ এবং সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দেবলা চক্রবর্তী বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, মৎস্য সম্পদ রক্ষা, মৎস্য আইনের যথাযথ প্রয়োগ এবং মাছের পোনা অবমুক্তকরণ কার্যক্রমের মাধ্যমে দেশের খাদ্য নিরাপত্তা ও অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিত করা সম্ভব। একইসাথে সরকারের গৃহীত বিভিন্ন উদ্যোগ জেলেদের জীবনমান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখছে। মাছ মানুষের প্রধানত প্রানিজ আমিষের উৎস, দেশের জিডিপিতে মৎস খাতের অবদান উল্লেখযোগ্য মৎস সপ্তাহের প্রতিফলনে বাংলাদেশ প্রকৃত অর্থে একদিন মাছে ভাতে সমৃদ্ধ হয়ে উঠবে।
দিনব্যাপী এ কর্মসূচিতে জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, মৎস্যজীবী ও বিপুল সংখ্যক জেলে উপস্থিত ছিলেন।