ধামইরহাটে মারধর ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে মাদ্রাসা অধ্যক্ষের সংবাদ সম্মেলন দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ২:৫৩ অপরাহ্ণ, আগস্ট ১৯, ২০২৫ নওগাঁর ধামইরহাটে আলমপুর ইউনিয়নে অবস্থিত রঘুনাথপুর কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ্য মো. রফিকুল ইসলাম কে নিয়মিত কাজে বাধা প্রদান, অহেতুক গালি-গালাজ, মারধর ও প্রাণনাশের হুমকি প্রদানের প্রতিবাদে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ আগস্ট) দুপুর সাড়ে বারোটায় ধামইরহাট নিমতলী বাজারে তিনি সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, গত ১৭ আগস্ট সকাল ৯.৪০ ঘটিকায় রঘুনাথপুর কামিল মাদ্রাসার অধ্যক্ষের কার্যালয়ে ওই এলাকার (রঘুনাথপুর) স্থানীয় মো. মামুন হোসেন, মো. আবুল কালাম, মো. শাহিন আলম, মো. মোক্তার হোসেন সহ অজ্ঞাত নামা আরো ১০- ১১ জনের মত আকস্মিকভাবে প্রবেশ করে মাদ্রাসার কমিটির সদস্য নির্বাচনে কারা শিক্ষক প্রতিনিধি হবে? কে দাতা সদস্য হবে? কে সভাপতি হবে? এমন অহেতুক প্রশ্ন উত্থাপন করে। আমি তাদের বলি কমিটি গঠনে সদস্য ফরম উত্তোলনের সময় আসলে জানা যাবে কে কে কি পদে ফরম তুলবেন? আমি আগাম কিছু বলতে পারব না। এ কথা বলা মাত্র তারা আমার উপর চড়াও হয়ে আমাকে মারার জন্য মোঃ মামুন হোসেন বাঁ হাতে থাপ্পর তোলে এবং বলে, আমাদের কথায় এখানে কমিটি গঠন হবে। আমরা যে ভাবে বলব আপনি সে ভাবে কমিটির সদস্য ফরম দিতে পারবেন। এর বাহিরে আপনার কোন কথা চলবে না। সর্বশেষে বলে, তুই আমাদের কথা না শুনলে বাহিরে আয় তোর লাশ ফেলে দিব। একই ঘটনা গত ২৩ জুলাই ঘটায় এবং বলে, আমাদের কথা না শুনলে মাদ্রাসায় তালা ঝুলাবো। পরে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, নির্বাহী অফিসার ও অফিসার ইনচার্জ বরাবর তিনি অভিযোগ দায়ের করেন। এবিষয়ে অভিযুক্ত মুক্তার হোসেনের সঙ্গে মুঠোফোনে কথা হলে তিনি জানান, আমরা বিষয়টি জানার জন্য গিয়েছিলাম শুধু।তবে হ্যা অধ্যক্ষের সাথে আমাদের কথাকাটাকাটি হয়েছে তবে মারধর বা হুমকি এরকম কিছুই হয়নি। এবিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল্লাহ আল মামুনের সঙ্গে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, আমি অধ্যক্ষের লিখিত অভিযোগ পেয়েছি, এখন তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে। এবিষয়ে ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমাম জাফর বলেন, উপজেলা মাধ্যমিক অফিসার কর্তৃক অভিযোগের অনুলিপি পেয়েছি। আমরা সে অনুযায়ী ব্যবস্থা নিব। ছাইদুল ইসলাম ।। SHARES সারা বাংলা বিষয়: