সাঘাটা সেনা ক্যাম্পের সফল অভিযান: পার সোনাইডাঙ্গায় নদীতে অবৈধ ড্রেজার জব্দ, আটক ৩

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৩:২৮ অপরাহ্ণ, আগস্ট ১৯, ২০২৫
ইমন মিয়া ।।
গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার পার সোনাইডাঙ্গা গ্রামের কাটাখালি নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে সফল অভিযান চালিয়েছে সাঘাটা সেনা ক্যাম্প। গোপন সংবাদের ভিত্তিতে ১৮ আগস্ট ২০২৫, সোমবার দুপুরে সেনাবাহিনীর একটি চৌকস দল ক্যাপ্টেন রাকিব উদ্দিনের নেতৃত্বে অভিযান চালায়।
অভিযানে ড্রেজার মেশিন চালু অবস্থায় হাতেনাতে আটক করা হয় ড্রেজার মালিক রোস্তম আলী এবং দুই শ্রমিক সোনা মিয়া ও শাকিলকে। পরে গোবিন্দগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল ইয়াসা রহমান তপাদারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে রোস্তম আলীকে ৫০ হাজার টাকা জরিমানা এবং ৭ দিনের কারাদণ্ড প্রদান করা হয়।
এছাড়া, আটককৃত শ্রমিক শাকিলের বিরুদ্ধে আগের একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা থাকায় তাকে তাৎক্ষণিকভাবে গ্রেফতার করা হয়। অপর শ্রমিক সোনা মিয়াকে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়।
অভিযানে সেনাবাহিনীর পাশাপাশি স্থানীয় প্রশাসন, থানা পুলিশ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
স্থানীয়রা সেনাবাহিনীর এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের পদক্ষেপে অবৈধ বালু উত্তোলন বন্ধ হবে এবং পরিবেশ ও যোগাযোগব্যবস্থা রক্ষা পাবে।