বরিশালে নজরুল স্মৃতি সংসদ -এনএসএস ও ওয়েভ ফাউন্ডেশন (NSS) এর আয়োজনে জেন্ডার ইকুয়ালিটি ট্রান্সফর্মস ক্লাইমেট অ্যাকশন (গেটকা) প্রকল্প পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৬:০৯ অপরাহ্ণ, আগস্ট ১৯, ২০২৫
মঙ্গলবার (১৯শে আগস্ট) সকাল ১০ টায় নগরীর বিডিএস ভবনের সম্মেলন কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।
‘জেন্ডার ইকুয়ালিটি ট্রান্সফর্ম ক্লাইমেট এ্যাকশন প্রকল্প’র অবহিকরণ সভা অনুষ্ঠিত হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা এনএসএস ও ওয়েভফাউন্ডেশন যৌথভাবে এ সভার আয়োজন করে। বাংলাদেশের জলবায়ু ঝুঁকিপূর্ণ এলাকায় জেন্ডার-দায়বদ্ধ জলবায়ু ন্যায়বিচার কর্মসূচি বাস্তবায়ন এ সভার অন্যতম লক্ষ্য।
জেন্ডার ইকুয়ালিটি ট্রান্সফর্মস ক্লাইমেট অ্যাকশন (গেটকা) প্রকল্প বাস্তবায়ন করছে; যা ডিসেম্বর ২০২৪ থেকে জুন ২০২৭ মেয়াদে চলমান। বাংলাদেশস্থ সুইজারল্যান্ড দূতাবাস ও গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা-এর আর্থিক সহযোগিতায় এবং জিএফএ কনসালটিং গ্রুপ-এর কারিগরি সহযোগিতা প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।
বাংলাদেশের জলবায়ু ঝুঁকিপূর্ণ এলাকায় জেন্ডার-দায়বদ্ধ জলবায়ু ন্যায়বিচার কর্মসূচি বাস্তবায়নে যুব ও নারীদের অংশগ্রহণ বৃদ্ধি, নেতৃত্ব সক্ষমতা বৃদ্ধি ও ক্ষমতায়নের মাধ্যমে জলবায়ু অভিযোজনের একটি টেকসই মডেল তৈরি ও বাস্তবায়ন করার লক্ষ্যে প্রকল্পের প্রাথমিক কার্যক্রম শুরু করেছে।
প্রকল্প পরিচিত সভাটি রেজিষ্ট্রেশন এর মধ্যে দিয়ে শুরু হয়। এর পড়ে স্বাগত বক্তব্য, প্রকল্পের বিষয় উপস্থাপন, এবং আমন্ত্রিত অতিথিদের বক্তব্য ও সব শেষ এ প্রধান অতিথি বক্তব্য ও সমাপনী মধ্যে দিয়ে এ অনুষ্ঠানটি শেষ হয়।
এই সময় উপস্থিত ছিলেন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লুসীকান্ত হাজং অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক, বরিশাল, বিশেষ অতিথি হিসেবে আনোয়ার জাহিদ সভাপতি আইসিডিএ বরিশাল, এনএসএস এর নির্বাহী পরিচালক জনাব, শাহবুদ্দিন পান্না, এডওয়ার্ড রবিন বল্লব,নির্বাহী পরিচালক CRSS, প্রথম আলোর সাংবাদিক জসিম, সভার সভাপতিত করেন জনাব আনোয়ার জাহিদ, সভাপতি ICDA বরিশাল। এছাড়াও আরো উপস্থিত ছিলেন নাগরিক সমাজ,যুব ও নারী  প্রতিনিধি  এবং গণমাধ্যম প্রতিনিধিবৃন্দ সহ বিভিন্ন এনজিও ও সংস্থার নেতৃীবৃন্দ।
মো :বেল্লাল হোসাইন ।।