পাঁচবিবিতে ঐক্য ও আন্দোলনের শপথে,স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১:০০ অপরাহ্ণ, আগস্ট ২০, ২০২৫

আল আমিন ।।

“গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও প্রাণের সংগঠন” বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী জয়পুরহাটের পাঁচবিবিতে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালন করেছে দলীয় নেতাকর্মীরা।
মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে পাঁচবিবি স্টেশন রোডে অবস্থিত দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এরপর উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. নুরুজ্জামান মন্ডল এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন—পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. হুমায়ুন কবীর ও সদস্য সচিব মো. রানা হোসেন রাব্বি,,উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফয়সাল হোসেন আপেল ও সদস্য সচিব এম এ নাহিদ,,পৌর ছাত্রদলের আহ্বায়ক মো. রাফিউল ইসলাম রকি,,যুবদল নেতা আনিছ, নয়ন, মামুন, মিজান, সাব্বির,,মহিপুর কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. সাকিব হোসেন,,উপজেলার ৮ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও সদস্য সচিবগণ
বক্তারা তাদের বক্তব্যে বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গড়ে ওঠা স্বেচ্ছাসেবক দল দেশের গণতান্ত্রিক আন্দোলনে সবসময় অগ্রণী ভূমিকা রেখেছে। তারা বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধার এবং মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় স্বেচ্ছাসেবক দলের প্রতিটি কর্মীকে ঐক্যবদ্ধ থেকে আন্দোলন-সংগ্রামে অংশ নিতে হবে।”
উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ প্রতিষ্ঠাবার্ষিকীকে নতুন উদ্দীপনায় ঐক্য ও আন্দোলনের শপথ গ্রহণের দিন হিসেবে বর্ণনা করেন।