মনোহরদীতে অবৈধ বালু উত্তোলনে মোবাইল কোর্টের অভিযান, দুইজনকে জরিমানা দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ১:১৩ অপরাহ্ণ, আগস্ট ২০, ২০২৫ মো হিমেল মিয়া। । নরসিংদীর মনোহরদী উপজেলার দৌলতপুর ইউনিয়নে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) এ অভিযান পরিচালনা করেন মনোহরদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: সজিব মিয়া। অভিযানকালে নদী থেকে বালু উত্তোলন ও বিক্রির সময় হাতেনাতে দুইজনকে আটক করা হয়। পরে মোবাইল কোর্টের মাধ্যমে তাদের ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া, বালু উত্তোলনের কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি ধ্বংস করা হয়। সহকারী কমিশনার (ভূমি) মো: সজিব মিয়া বলেন, “অবৈধভাবে বালু উত্তোলন পরিবেশ ও নদী ভাঙনের জন্য মারাত্মক হুমকি। এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের অভিযান চলমান থাকবে।” প্রশাসনের সংশ্লিষ্ট সূত্র জানায়, অবৈধ বালু উত্তোলন রোধে নিয়মিতভাবে মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। SHARES সারা বাংলা বিষয়: