হাতীবান্ধায় সতী নদীতে ভাসছে অজ্ঞাত যুবকের লাশ

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২:৩৬ অপরাহ্ণ, আগস্ট ২১, ২০২৫
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ছোট সতিনদীতে ভাসছে অজ্ঞাত এক যুবকের(৩০) লাশ। ২০ আগস্ট সকালে উপজেলার ভেলাবাগুড়ি ইউনিয়নের কাসিম বাজার এলাকায় জামবাড়ি সতিনদীতে লাণটি ভেসে উঠে।
পুলিশ ও স্থানীয়রা জানান, জামবাড়ি সতি নদীর তীরে কাজ করতে গিয়ে স্থানীয়রা এ লাশটি ভাসতে দেখে পুলিশে খবর দেয়। তবে স্থানীয়রা কেউ তার পরিচয় নিশ্চিত করতে পারেনি। নিহতের পড়নে শুধুই একটি জিন্স প্যান্ট। দুর্বৃত্তরা তাকে হত্যা করে স্রোতহীন এ সতীনদীতে লাশ ফেলে পালিয়েছে বলে ধারনা করছেন স্থানীয়রা।
হাতীবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাহমুদুন্নবী বলেন, স্থানীয়দের খবরে ঘটনাস্থলে অফিসার পাঠানো হয়েছে। লাশ উদ্ধার ও তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
লুৎফর রহমান।।