নাসিরনগরে চাপরতলা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সুরুজ আলী গ্রেফতার

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৩:৩২ অপরাহ্ণ, আগস্ট ২৩, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চাপড়তলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুরুজ আলীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতের দিকে উপজেলার চাপড়তলা এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ডেভিল হান্ট’ নামে পরিচালিত বিশেষ অভিযানে বিস্ফোরক  আইনে দায়ের করা মামলার প্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়েছে।
নাসিরনগর থানার এক কর্মকর্তা জানান, “সুরুজ আলীর বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা রয়েছে, যা ‘ডেভিল হান্ট’ অভিযানের আওতায় শনাক্ত হয়। মামলাটির তদন্ত চলমান এবং তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চাওয়া হতে পারে।”
সুরুজ আলী স্থানীয়ভাবে প্রভাবশালী হিসেবে পরিচিত এবং দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। তার গ্রেফতারের খবরে চাপড়তলা ইউনিয়নে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
এদিকে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা এ ঘটনায় নানাভাবে প্রতিক্রিয়া জানাচ্ছেন। কেউ কেউ এটিকে “রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত” বললেও, প্রশাসন বলছে এটি সম্পূর্ণ আইনগত ও তথ্যভিত্তিক ব্যবস্থা।
মোঃ সাইফুল ইসলাম।।